চায়ের কাপেও ‘চৌকিদার’,বিতর্কে শুরু হতেই পিছু হটল রেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দিন কয়েক আগে নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত টিকিট বিক্রি করে বিতর্কে জড়িয়েছিল রেল। কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিল বিরোধীরা। কমিশনের নির্দেশে সেই টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।এই সপ্তাহের শুরুতে গো এয়ার বিমান সংস্থা তাদের বোর্ডিং পাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীর ছবি সরিয়ে নেয়। ভাইব্র্যান্ট গুজরাতের প্রচারের জন্য এই ছবি দেওয়া ছিল।  কিন্তু এবার রেলের চায়ের কাপে দেখা গেল , মোদীর স্লোগান, ‘ম্যায় ভি চৌকিদার’।যা নিয়ে শুরু হল নয়া বিতর্ক।

শুক্রবার কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা দেখেন, যে কাপে তাঁদের চা দেওয়া হয়েছে, সেই কাপের উপর লেখা রয়েছে ‘ম্যায় ভি চৌকিদার’। সেইসঙ্গে চার লাইনের একটি মেসেজ লেখা। এই কাপ দেখে অনেকেই তার ছবি তুলে রেখে রেলমন্ত্রকের উদ্দেশে টুইট করেন। তাঁদের অনেকেরই প্রশ্ন ছিল, ভোট ঘোষণার পর এ ভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে না?

এই টুইট দেখে সঙ্গে সঙ্গে তৎপর হয় রেলমন্ত্রক। রেলমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “আজকেই এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে কাপগুলিকে সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সুপারভাইজারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।” জানা গিয়েছে, দু’বার এই ধরণের কাপে চা দেওয়া হয়েছিল। সংকল্প ফাউন্ডেশন নামের একটি এনজিও নিজেদের প্রচারের উদ্দেশে এই স্লোগান লাগিয়েছে বলে খবর।

https://twitter.com/RizviUzair/status/1111530841841254400

আইআরসিটিসির মুখপাত্র জানিয়েছেন, “ম্যায় ভি চৌকিদার লেখা এই কাপের কথা সামনে আসতেই আমরা ব্যবস্থা নিয়েছি। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আইআরসিটিসির অনুমতি ছাড়াই এই কাজ করা হয়েছে। সুপারভাইজার ও প্যান্ট্রি সার্ভিসের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের ঘটনা কেন ঘটল, তার জন্য একটি শোকজ নোটিসও পাঠানো হয়েছে ওই সংস্থাকে।”

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest