চীনকে রুখতে আমেরিকার থেকে ‘রোমিও’ কিনছে ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: চিনের সামরিক শক্তিকে সামাল দেওয়ার জন্য ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করল মার্কিন যুক্তরাষ্ট্র। ২৪টি এমএইচ-৬০ মডেলের হেলিকপ্টার ভারতে বিক্রি করার ব্যাপারে সম্মতি জানাল ট্রাম্প প্রশাসন। শত্রুপক্ষের সাবমেরিন লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম এই বিশেষ ধরনের হেলিকপ্টার।mh 60r sea hawk 009

গভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজ এ বার চিহ্নিত করা যাবে আকাশ থেকেই।শুধু চিহ্নিত করাই নয়, নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত হেনে তাকে নিকেশও করবে এই হেলিকপ্টার।এম এইচ ৬০ রোমিও, এই হেলিকপ্টার বানাচ্ছে মার্কিন সংস্থা লক-হিড মার্টিন।২৪টি কপ্টার বানাতে খরচ পড়বে ১৭,৮০০ কোটি টাকা।দেশের উপকূল সুরক্ষিত রাখতে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের প্রয়োজন ছিল অনেক দিন আগেই, জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।17 11 2018 us mh 60 romeo seahawk heli 18645343 124937870

পুরনো সি-কিং হেলিকপ্টারের থেকে অনেক বেশি শক্তিশালী এই রোমিও। অ্যান্টি-সাবমেরিন এই কপ্টার হাতে পেলে নিশ্চিত ভাবেই আরও  শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা। যুদ্ধ বিশেষজ্ঞদের মত, সমুদ্রে নজরদারি চালাতে এবং শত্রু জাহাজ ধ্বংস করতে এটিই পৃথিবীর সেরা হেলিকপ্টার। এটি ব্যবহার করা যাবে ডেস্ট্রয়ার, ক্রুজার এবং বিমানবাহী রণতরী থেকেও।শত্রু রণতরী ধ্বংস করার পাশপাশি সমুদ্রের বুকে তল্লাশি ও উদ্ধারকার্য চালাতেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে রোমিও।file72t0bj6gsidnk4thle0 1542453892

অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার বা আকাশযুদ্ধে এটি পারদর্শী। তবে একই সঙ্গে সংযোগ বিস্তার, নাভাল গানফায়ার সাপোর্ট ও লজিস্টিক সাপোর্টও মিলবে এটির থেকেই। সবমিলিয়ে ভারতীয় অস্ত্রভাণ্ডারকে  অন্য মাত্র দিতে চলেছে এটি। ভারত মহাসাগরে চিনের বাড়তে থাকা উপস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই চপার ভারতীয় নৌসেনার অন্যতম বন্ধু হয়ে উঠতে পারে রোমিও, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও পাকিস্তানের ক্ষেত্রেও ভারতের এই অস্ত্রভাণ্ডার চিন্তার কারণ হতে চলেছে বলেও মত প্রকাশ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest