চূড়ান্ত ঘোষণা আজ, তার আগে দেখে নিন এরাজ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী-তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: গত মঙ্গলবার সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত কয়েক কদম এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বামফ্রন্ট ২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জোট ভেস্তে যাওয়ার পর কংগ্রেস প্রকাশ করেছে ১১ জনের তালিকা। জল্পনা শুরু হয়েছে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে। সোমবার বাংলায় লোকসভা ভোটের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির। তবে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের প্রয়াণে পিছিয়ে যায় ঘোষণা। মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। ওই মঞ্চে এক বা একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশের জন্য সোমবার ১০০ নামের তালিকা নিয়ে বৈঠকে বসেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর,৪২ আসনের জন্য প্রাথমিক ভাবে ৩৫০ জন সম্ভাব্য প্রাথীর নাম রাজ্য বিজেপির নেতাদের তালিকায় থাকলেও বাছাই পর্বে ব্যাড গিয়েছে ২৫০ জনের নাম। বাকি ১০০ জনের নাম নিয়ে আলোচনা করতে রবিবারই দিল্লি পৌঁছান প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ সহ অনান্য বিজেপি নেতারা। ৪২ আসনেই আজ চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা রয়েছে।
তার আগে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী-তালিকা।

  • দার্জিলিং– সতপাল মহারাজ
  • কোচবিহার -দীপক বর্মন/ অশোক মণ্ডল
  • জলপাইগুড়ি -অমূল্য রাই
  • আলিপুরদুয়ার- বীরেন্দ্র চন্দ্র ওঁরাও
  • রায়গঞ্জ- দেবজিৎ সরকার ( রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি)
  • মালদহ- উত্তর খগেন মুর্মু ( সিপিএম বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
  • মালদহ দক্ষিণ- মাফুজা খাতুন
  • বিষ্ণুপুর- সৌমিত্র খান ( তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
  • বাঁকুড়া- সায়ন্তন বসু
  • পুরুলিয়া- নরহরি মাহাত
  • বোলপুর- অনুপম হাজরা ( তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
  • বীরভূম- লকেট চট্টোপাধ্যায়
  • আসানসোল- বাবুল সুপ্রিয়
  • ঘাটাল- ভারতী ঘোষ ( প্রাক্তন পুলিশ সুপার)
  • কৃষ্ণনগর- জয়প্রকাশ মজুমদার/ জুলু মুখোপাধ্যায়
  • রানাঘাট- অর্চনা মজুমদার
  • বনগাঁ- দুলাল বর ( কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)/ মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের কন্যা
  • ব্যারাকপুর- অর্জুন সিং
  • দমদম- শমীক ভট্টাচার্য/ রন্তিদেব সেনগুপ্ত
  • বারাসত- বর্তমান তৃণমূল বিধায়ক
  • বসিরহাট- কাসেম আলি
  • হুগলি- রাজকুমারী কেশরী/ শঙ্কুদেব পণ্ডা
  • শ্রীরামপুর- কবীরশঙ্কর বসু
  • হাওড়া- কল্যাণ চৌবে/তৃণমূলের অবাঙালি মহিলা বিধায়ক
  • উলুবেড়িয়া- ইসরাত জাহান
  • যাদবপুর- অগ্নিমিত্রা পাল( ফ্যাশন ডিজাইনার)
  • কলকাতা উত্তর- রাহুল সিনহা
  • কলকাতা দক্ষিণ- চন্দ্রকুমার বসু
  • মেদিনীপুর- দিলীপ ঘোষ
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest