Site icon The News Nest

চূড়ান্ত ঘোষণা আজ, তার আগে দেখে নিন এরাজ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী-তালিকা

bharatiya janata party flags

কলকাতা: গত মঙ্গলবার সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত কয়েক কদম এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বামফ্রন্ট ২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জোট ভেস্তে যাওয়ার পর কংগ্রেস প্রকাশ করেছে ১১ জনের তালিকা। জল্পনা শুরু হয়েছে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে। সোমবার বাংলায় লোকসভা ভোটের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির। তবে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের প্রয়াণে পিছিয়ে যায় ঘোষণা। মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। ওই মঞ্চে এক বা একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশের জন্য সোমবার ১০০ নামের তালিকা নিয়ে বৈঠকে বসেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর,৪২ আসনের জন্য প্রাথমিক ভাবে ৩৫০ জন সম্ভাব্য প্রাথীর নাম রাজ্য বিজেপির নেতাদের তালিকায় থাকলেও বাছাই পর্বে ব্যাড গিয়েছে ২৫০ জনের নাম। বাকি ১০০ জনের নাম নিয়ে আলোচনা করতে রবিবারই দিল্লি পৌঁছান প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ সহ অনান্য বিজেপি নেতারা। ৪২ আসনেই আজ চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা রয়েছে।
তার আগে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী-তালিকা।

Exit mobile version