Site icon The News Nest

চৌকিদার, আমার ছেলে কোথায়? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন নিখোঁজ নাজিবের মায়ের

Najeeb JNU

নয়াদিল্লি :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিকতম স্লোগান ‘ম্যায় ভি চৌকিদার’ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ইতিমধ্যেই। তার মাঝেই কেউ কেউ অন্যরকম প্রশ্ন তুলছেন।রবিবার নিজের নামের আগে চৌকিদার জুড়েছেন তিনি।  সেই দলে নাম লিখিয়েছেন প্রায় সব বিজেপি নেতাই। এই অবস্থায় একদম অন্য রকম প্রশ্ন তুলে গেরুয়া শিবিরের নেতাদের একপ্রকার অস্বস্তিতে ফেলে দিলেন নিখোঁজ ছাত্র নাজিব আহমদের মা ফতেমা নাফিস।

তিনি #WhereIsNajeeb হ্যাশট্যাগ দিয়ে টুইটারে প্রশ্ন তোলেন, “আপনি যদি চৌকিদারই হন, তাহলে আমাকে জানান, আমার ছেলে কোথায়? কেন এবিভিপি-র গুন্ডাদের গ্রেফতার করা হয়নি? কেন দেশের তিনটি বড় গোয়েন্দাসংস্থাও আমার ছেলেকে খুঁজে পেল না?”

বছর তিনেক আগে নাজিব আহমেদের নাম গণমাধ্যমের শিরোনামে এসেছিল নিখোঁজ সংবাদ হিসেবে। ২৭ বছরের নাজিব আহমেদ জেএনইউ-এর বায়োটেকনোলজি বিভাগের পড়ুয়া ছিল।২০১৬ সালের ১৫ অক্টোবর এবিভিপি-র একদল ছাত্রের সঙ্গে সংঘর্ষের পরে নিখোঁজ হয়ে যায় সে। তার নিখোঁজ হওয়ার এফআইআর-এর ভিত্তিতে রুজু হওয়া মামলায় ন’জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মামলায় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দেয় দিল্লি আদালত। তদন্তে নামে সিবিআই-ও।দু’বছর পরে, গত বছরের অক্টোবর মাসে সিবিআই আদালতকে জানিয়ে দেয়, সব রকম তদন্তের পরেও নাজিবের খোঁজ পায়নি তারা। নাজিবের মা ফতেমা নাফিস অভিযোগ তোলেন, রাজনৈতিক চাপে প্রভাবিত হয়েছে সিবিআই।তার মা ফতেমা নাফিসের অভিযোগ, ছেলে নিখোঁজ হওয়ার পিছনে হাত রয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। সিবিআই অবশ্য তদন্তে নেমে নাজিবের কোনও খোঁজই পায়নি বলে দাবি করেছে।তিন বছর ধরে ছেলেকে হারিয়ে উৎকণ্ঠা আর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ফতেমা। এর মধ্যেই মোদীর চৌকিদার স্লোগানের জেরে সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি উঠেছে, সমাজের সব ক্ষেত্রের চৌকিদার।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়েই নিজেকে দেশের চৌকিদার হিসেবে তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী। পাঁচ বছর পরে ফের লোকসভা ভোটের দামামা বেজেছে। ফের প্রচারে নেমে নিজেকে চৌকিদার বলে দাবি করেছেন তিনি।এই পরিস্থিতিতে তাঁর ‘চৌকিদারি’ বড় ধাক্কা খেল এক অসহায় মায়ের প্রশ্নের মুখে।

Exit mobile version