জন্মসূত্রে পাওয়া সম্পর্কও যেন অনেক দূরের ‘অনাত্মীয়’, বার্তা দিল ‘জ্যেষ্ঠপুত্র’-র ট্রেলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা : প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্যের খসড়া নিয়েই শুরু হয় পরিচালক কৌশিকের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির চিত্রনাট্য লেখার কাজ । সবরকম বিতর্ক সরিয়ে রেখে আজ বৃহস্পতিবার মুক্তি পেল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘জ্যেষ্ঠপুত্র’-র ট্রেলার|

‘জ্যেষ্ঠপুত্র’ ছবির অনুপ্রেরণা মূলত ‘অন্য নায়ক’। পরিচালক ঋতুপর্ণ ঘোষ এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু ছবি বানানোর আগেই মারা জান তিনি। তাই ঋতুপর্ণর চিত্রনাট্যের খসড়া নিয়েই শুরু হয় ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির চিত্রনাট্য লেখার কাজ।পরিচালক কৌশিকের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির গল্প মূলত দুই ভাইয়ের এক সম্পর্কের টানাপোড়েনের গল্প কেন্দ্রিক ৷ ‘জ্যেষ্ঠপুত্র’ একজন সেলেব্রিটি। কনিষ্ঠজন সাধারণ মানুষ। ‘জ্যেষ্ঠপুত্র’-র চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।আর তাঁর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গার্গী রায়চৌধুরি ও সুদীপ্তা চক্রবর্তীকে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা থাকলেও সম্প্রতি তা পিছিয়ে গিয়েছে। ২৬ এপ্রিল মুক্তি পাবে ‘জ্যেষ্ঠপুত্র’।

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে বড়ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একজন সুপারস্টার। বাবার মৃত্যুর খবর পেয়ে বহুদিন পর তিনি তাঁর নিজের গ্রাম বল্লভপুরে ফিরেছেন। আর তাঁকে নিয়েই বাড়ির অন্যান্য সদস্যদের টানাপোড়েন। সুপারস্টার দাদা প্রসেনজিতের সঙ্গে দেখা করতে, তাঁকে কিছু কথা বলতে একই মায়ের পেটের ভাই ঋত্বিক চক্রবর্তীকেও পুলিস, নিরাপত্তারক্ষীদের পার করে তাঁকে আসতে হয়।

পরিচালক কৌশিকের কথায়, ‘খুব তাড়াতাড়িই শহর মুড়ে যাবে প্রিয় ঋতু দার ছবিতে। এ গল্পের ভাবনা মূলত ঋতুদারই। পরে বুম্বাদাকে বলেছিলাম। বুম্বাদাকেই ঋতুদা ভেবেছিল। ফলে সবটা জানত ও । আর একটি প্রেমের গল্প’ তৈরির সময় ঋতুদা ইন্দ্রাণী পার্কের বাড়িতে প্রতিদিন যেতেন। কাজ থাকলেও, কাজ না থাকলেও। সিনেমা এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মুখ্য ছিল তখন। সে সময়ই একটি ভাবনার কথা ঋতুদা বলেছিলেন আমাকে । তাই, ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্যের খসড়া নিয়েই শুরু করলাম ‘জ্যেষ্ঠপুত্র’-র কাজ | কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে একটা আলাদা আগ্রহ সিনেমাপ্রেমী বাঙালির মধ্যে থাকেই। আর তাঁর সেই ছবির ভাবনার সঙ্গে যখন ঋতুপর্ণ ঘোষ জড়িয়ে রয়েছেন। তখন সেই ছবি নিয়ে আগ্রহ আরেকটু বেশি হতে বাধ্য। তাই এখন ‘জ্যেষ্ঠ পুত্র’র মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest