Site icon The News Nest

জল্পনা শেষ,বিজেপিতে যোগ দিলেন জেটলি ঘনিষ্ট গৌতম গম্ভীর

ghamvir

নয়াদিল্লি: জল্পনার অবসান ঘটিয়ে আজই বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর। বেশ  কয়েকমাস ধরেই দিল্লির আপ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেই সময় থেকেই তাঁর বিজেপিতে যোগদানের ধোঁয়া উঠতে শুরু করে। এরপরই শোনা যায়, শুধুমাত্র গৌতম গম্ভীর নন, দিল্লি বিজেপিতে যোগ দিতে পারেন বীরেন্দ্র শেওয়াগও। তবে এদিন সকালে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায় ,  আজই আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিতে পারেন ক্রিকেটার গৌতম গম্ভীর।

এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় উত্তরীয় পরিয়ে তাঁকে দলে স্বাগত জানালেন শীর্ষ বিজেপি নেতা তথা অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ বিজেপিতে যোগ দিয়েই গম্ভীর বলেন, “প্রধানমন্ত্রীই আমায় রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন৷ দেশের জন্য কিছু করতে পারলে দারুণ লাগবে৷ এতদিন ক্রিকেটের বাইশ গজে যেভাবে দায়িত্ব পালন করেছি, তেমনই এবার রাজনীতিতে করব৷”

সূত্রের দাবি, সম্ভবত লোকসভা ভোটে গৌতম গম্ভীরকে দিল্লির কোনও কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে আপাতত কুলুপ এঁটেছেন ক্রিকেটার। ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি৷ দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সি গায়ে বড় ভূমিকা পালন করেছেন৷ তবে মাঠের বাইরে দেশের যে কোনও ইস্যুতেও নিজের বক্তব্য রাখতে শোনা গিয়েছে তাঁকে৷ পুলওয়ামার ঘটনা থেকে ভারত-পাক বিরোধিতা নিয়ে সবসময় সরব হয়েছেন তিনি৷এর আগেও তাঁকে আপ সরকারের বিরোধিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে জানান, কেবলমাত্র দিল্লির নাগরিক হিসাবেই তাঁর অধিকার রয়েছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার। তবে রাজনীতিতে যোগ  দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানাতে চাননি।কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি ঘনিষ্ট গম্ভীর এর আগে বলেছিলেন ,আমি সারাজীবন ক্রিকেট খেলেছি। রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের অনুমতি প্রয়োজন।
ক্রিকেট থেকে রাজনীতিতে যোগ দেওয়ার নজির অনেক আছে। কীর্তি আজাদ,মহম্মদ আজহারউদ্দিন,নভিজিৎ সিং সিধু,মহম্মদ কাইফ,বিনোদ কাম্বলি, মনসুর আলি খান পতৌদি।

 

Exit mobile version