জাতীয়তাবাদের নামে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি-আরএসএস, বিস্ফোরক অভিযোগ মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুলওয়ামার হামলার সুযোগ নিচ্ছে বিজেপি, আরএসএস। দেশ জুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলাতেও। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’আরসএস, ভিএসপি, বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে। বেহালা, বনগাঁ ও শ্রীরামপুরে এরকম হামলা হয়েছে।’ তবে এ ধরনের দাঙ্গা লাগানোর ঘটনায় প্রশাসন যে কড়া পদক্ষেপ নেবে তাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন ফের একবার কেন্দ্র সরকারকে তোপ দাগেন তিনি। প্রশ্ন তোলেন,
গোয়েন্দাদের তরফ থেকে সতর্কবার্তা থাকা সত্ত্বেও কী করে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গিহানা হল? জওয়ানদের আকাশপথে পাঠানোর জন্য তো সিআরপিএফ-এর কাছ থেকে অনুরোধ গিয়েছিল। কেন তাদের
আকাশপথে পাঠানো হল না সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিন তীব্র ভাষায় বিজেপি ও সঙ্ঘ শিবিরকে আক্রমণ করেন মমতা। বলেন,’একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই মিলে তার নিন্দা করেছি। একজোট হয়েই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু কারও কাছ থেকে আমরা দেশপ্রেম শিখব না। রাজ্যের বাইরে থেকে লোক এনে রাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে।’জঙ্গি হামলা হওয়ার পর থেকে বিজেপি নেতৃত্ব গোটা দেশে ঘুরে ঘুরে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন বলেও এ দিন তোপ দেগেছেন তৃণমূল চেয়ারপার্সন। তিনি বলেন,’গত পাঁচ দিন আমরা কিছু বলিনি, চুপ করে বসেছিলাম। কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গোটা দেশে ঘুরে ঘুরে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন।’ মমতার প্রশ্ন,’এত বড় ঘটনার পরে পদত্যাগ না করে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন কেন?’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলওয়ামা হাম্ লাকে সামনে রেখে দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি-আরএসএস। তিনি বলেন,’ভোটের আগে অশান্তি হবে তা জানিয়েছিল আমেরিকার এজেন্সি। কিছু লোক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সবাই কড়া নজর রাখুন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দাঙ্গা হলে রুখে দাঁড়ানো হবে। তিনি বলেন, ‘একটার বিচার করতে গিয়ে অন্যের ওপর অবিচার করবেন না। সন্ত্রাসবাদীদের কোনও জাত, ধর্ম, বর্ণ নেই। বিজেপি দেশ ভাঙতে চাইছে। কোনও প্ররোচনায় পা দেবেন না। পুলওয়ামায় যারা হামলা করেছে, কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কিন্তু এই সুযোগে বিজেপি-আরএসএস দাঙ্গা লাগানোর চেষ্টা করলে দেশ কিন্তু ক্ষমা করবে না।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest