জেনে নিন, গুরুপুর্ণিমার দিন যে কাজগুলি করলে সংসার জীবনে পাবেন শান্তি, খুলে যাবে অর্থভাগ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: আজ ১৬ জুলাই, গুরুপূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরুপূর্ণিমা হিসাবে ধরা হয়। নিজের গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি অত্যন্ত শুভ। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বৌদ্ধরাও এই দিনটিকে মহা সাড়ম্বরের সঙ্গে উদযাপন করেন।

গুরুপূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। কারণ মনে করা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই নাকি জন্ম নিয়েছিলেন ব্যাসদেব। তাই অনেকেকের কাছে ব্যসদেব-এর জন্মতিথি হিসসাবেও গুরুপূর্ণিমা পালন করা হয়। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এই গুরুপূর্ণিমার বিশেষ তিথিতেই গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে উপদেশটি দিয়েছিলেন।

প্রসঙ্গত এই গুরু শব্দেরও কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। ‘গু’-কথার অর্থ অন্ধকার এবং ‘রু’ কথার অর্থ অন্ধকার দূরীভুত করা। আর সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সবথেকে বেশি। বলা হয় একজন গুরুই পারেন তাঁর শিষ্যের জীবন থেকে যাবতীয় অন্ধকার দূর করে দিতে পারেন। নেপালে আজকের দিনটি বিশেষ আঢ়ম্বরে পালিত হয়ে থাকে কারণ নেপালে আজকের দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এই দিন সেখানে সকলে তাঁদের গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পাশাপাশি, গুরুপূর্ণিমা নিয়ে প্রচলিত আর একটা মতে বলা হয় যে, ভগবান শিব এই তিথিতেই প্রথম জ্ঞান প্রদান করেছিলেন। আর সেখান থেকেই গুরু প্রথার সৃষ্টি হয়ে। ভগবান শিবকেও তাই আদি গুরু হিসাবে মনে করা হয়। গুরুর বচনকে পাথেয় করেই জীবনে এগিয়ে চলাই সকলের জীবনের মূল লক্ষ্য। তাই শাস্ত্রেও আজকের দিনটির বিশেষ মাহাত্ম্য অনেক বেশি।

গুরুপুর্ণিমার দিন যে কাজগুলি করলে সংসার জীবনে পাবেন শান্তি, খুলে যাবে অর্থভাগ্য:

শাস্ত্রমতে এই দিনে করুন বিশেষ কয়েকটি কাজ যার ফলে আপনি পারিবারিক যেকোনও অশান্তি থেকে মুক্তি পাবেন এবং আপনার অর্থভাগ্যও খুলে যাবে।

১) শাস্ত্রে বলা আছে পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু গঙ্গাজলে অবস্থান করে। তাই এইদিন পারলে গঙ্গাস্নান করুন। বলা হয় এইদিনে গঙ্গাস্নান করলে স্বর্গলাভ হয়।

২) বলা হয় এইদিনে গৃহে শান্তি ফেরাতে বাড়িতে পুজো-পাঠ করুন। অনেক বাড়িতেই আজ গুরুপূর্ণিমা উপলক্ষে বিশেষ নারাসণ পুজোর আয়োজন করা হয়ে থাকে।

৩) আজ স্নান সেরে নিয়ে বাড়ির সদর দরজায় চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে সাংসারিক যাবতীয় অশান্তি থেকে মুক্তি লাভ করবেন।

৪)  বলা হয় আজকের দিনে যদি শ্রী শ্রী লক্ষ্মীদেবীর আরাধনা করা হয় তাহলে আপনার সংসারে ধন-সম্পদ উপচে পড়বে, এবং লক্ষ্মীদেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন।

৫)  আজকের দিনে চন্দ্রদেবের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করলে নাকি তার শুভ ফল পাওয়া যায়। তাই আজকের দিনে চন্দ্রদেবের উদ্দেশে প্রার্থনা করতে পারেন।

৬) কারওর যদি ব্যবসাক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দেয় তাহলে আজকের দিনে লক্ষ্মী গণেশের মূর্তির সামনে জলশঙ্খ জল ভরে তাতে একটা ফুল রেখে দিন। আপনার ব্যবসার পক্ষে যাবতীয় বাধা কেটে যাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest