জয় দিয়ে আইপিএল অভিযান শুরু সিএসকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চেন্নাই:  সুপার কিংসের স্পিন ম্যাজিকের সামনে উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে বিরাট আত্মসমর্পণ কোহলিদের।প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭০ রানে গুটিয়ে গেল বিরাটরা। যা কিনা আইপিএলের ইতিহাসে ষষ্ট ক্ষুদ্রতম স্কোর। সৌজন্যে হরভজন, তাহির আর জাদেজার স্পিন ত্রয়ী।

আরসিবির বিখ্যাত ব্যাটিং লাইন-আপকে কার্যত দাঁড়াতেই দিলেন না এই স্পিনাররা। হরভজন ৪ ওভারে ২০ রান দিয়ে পেলেন ৩টি উইকেট। তাহিরও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে পেলেন ৩টি উইকেট। ৪ ওভারে ১৫ রান দিয়ে জাদেজা দখল করলেন ২টি উইকেট। আরসিবির তরফে, দশের বেশি রান করেছেন মাত্র একজন । তিনি পার্থিব প্যাটেল। পার্থিবের ২৯ রানের ইনিংসের সৌজন্যে চরম লজ্জার হার থেকে রক্ষা পায় কোহলি ব্রিগেড।

পার্থিব ছাড়া আরসিবির অন্য ব্যাটসম্যানরা আয়ারাম-গয়ারাম। কোহলি ৬, ডিভিলিয়র্স ৯, মইন আলি ৯ গ্রান্ডহোম ৪ এবং হেটমেয়ার শূন্য রানে ফেরেন। এহেন ব্যাটিং বিপর্যয়ের জন্য অবশ্য শুধু পিচকে দোষ দেওয়া ঠিক হবে না। আরসিবির বিশ্বখ্যাত ব্যাটিং লাইন-আপের দায়িত্বজ্ঞানহীনতাকেও কাঠগড়ায় তুলতে হবে। যার জেরে শেষ পর্যন্ত মাত্র ৭০ রানে গুটিয়ে গেল বিরাটের দল।৭১ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে শুরুটা চেন্নাইও ভাল করতে পারেনি। প্রথমদিকে আরসিবির স্পিনাররাও বেশ চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু, সম্বল মাত্র ৭০ রান । তা নিয়ে আর কতক্ষণ লড়াই চালানো যায়। শেষ পর্যন্ত সহজেই জয় এল চেন্নাইয়ের খাতায়। এর মধ্যে আবার নয়া রেকর্ডও গড়ে ফেললেন রায়না। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলের ইতিহাসে পাঁচ হাজার রানের গণ্ডি পেরলেন তিনি। রায়ডু এবং রায়নার ইনিংসে ভর করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭ ওভার ৪ বলে লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল সিএসকে। যদিও, আরও একটু তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে পারলে খুশি হতেন সিএসকে সমর্থকরা।সাড়া জাগিয়ে উদ্বোধনী ম্যাচে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপের প্রাক মুহূর্তে যেন দলে ঢোকার জল্পনা উসকে দিলেন ভাজ্জি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest