ঝটপট জেনে নিন রং তোলার কিছু ঘরোয়া উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: দোল খেলতে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই? খেলা তো মজার৷ কিন্তু ঝক্কি তো রং তোলার৷ রঙ একদিনে রগড়ে তুলতে যাবেন না। একদিনে বেশি ঘষাঘষি করলে ত্বকের ক্ষতি করা হয়। কয়েকদিন অপেক্ষা করলে রং এমনিতেই উঠে যায়। প্রি অ্যান্টি অ্যালার্জিক কোনো ওষুধ খেয়ে রং খেলতে যাওয়া উচিত। রং খেলার পর ত্বকে অতিরিক্ত সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।জেনে নিন রং তোলার কিছু সহজ ঘরোয়া উপায়৷

  • গরম জলে মুখ ধোবেন না৷ এতে রং ওঠার থেকে বেশি বসে যায়৷ ঠান্ডা জলে মুখ ধোবেন৷
  • রং তোলার জন্য বার বার মুখে জলের ঝাপটা দেবেন না৷ এতে ত্বক শুষ্ক হয়ে যাবে৷
  • সবচেয়ে ভাল হয় যদি প্রথমেই জল দিয়ে মুখ না ধুয়ে নারকেল তেলে তুলো ভিজিয়ে আগে রং কিছুটা তুলে নেন৷ তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন৷
  • আটার সঙ্গে সামান্য তেল ও লেবুর রস মিশিয়ে নিন৷ এই মিশ্রণ মুখে লাগিয়ে হালকা স্ক্রাব করুন৷ জল দিয়ে ধুয়ে ফেললে রং উঠে যাবে৷
  • দোল খেলার পরই শ্যাম্পু করবেন না৷ ডিমের কুসুম ও দই একসঙ্গে ফেটিয়ে মাথায় লাগিয়ে রাখুন৷ ৪৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন৷GettyImages 91750601.0
  • দই ও মেথি একসঙ্গে মিশিয়ে সেই পেস্ট ত্বকে ও চুলে লাগান৷ এতে রং যেমন উঠবে, তেমনই ত্বক ভাল থাকবে৷ চুলেও পুষ্টি জোগাবে এই পেস্ট৷
  • রং খেলার পরদিনই ত্বক আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্লিচ করতে যাবেন না৷ এই সময় ত্বক সংবেদনশীল হয়ে যায়৷ কেমিক্যাল থেকে ক্ষতি হবে৷
  • একই নিয়ম প্রযোজ্য চুলের ক্ষেত্রেও৷ দোল খেলার পরই হেয়ার কালার বা কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন না৷ এতে চুলের ক্ষতি বাড়বে বই কমবে না৷
  • আমচূড় জলে ভিজিয়ে রেখে হালকা স্ক্রাব করে ধুয়ে ফেললেও রং উঠে যাবে৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest