ঝড়ের মধ্যেই ভুবনেশ্বরে জন্মাল ফণী, বাবা-মায়ের মুখে ফুটল হাসি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভুবনেশ্বর: শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। শুরু হয়েছে তার তাণ্ডব লীলা। এই দুর্যোগেরই মধ্যে ভুবনেশ্বরের একটি হাসপাতালে জন্ম হয়েছে এক কন্যা শিশুর। দুর্যোগের মধ্যে জন্ম হওয়ায় সাইক্লোনের নাম অনুসারে ওই বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘ফণী’।

আজ সকাল ১১টা ৩ মিনিটে ভুবনেশ্বরেরর মঞ্চেশ্বর হাসপাতালে ওই শিশুকন্যার জন্ম হয়েছে। জন্মের পর মা ও মেয়ে সুস্থ রয়েছে বলে হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। ওই বাচ্চার মা মঞ্চেশ্বরেরেলের কোচ রিপেয়ারিং ওয়ার্কশপে কাজ করেন।

আজকের ঘটনা মনে করিয়ে দেয় ২০০৯ সালের দাপুটে ঘুর্ণীঝড় আয়লাকে। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গের উপকূলে হানা দিয়েছিল এই ঘূর্ণিঝড়। নদীবাঁধ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের জনজীবন। ঝড়ের সেই মুহূর্তে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে জন্মানো ন’টি শিশুর নাম রাখা হয়েছিল ‘আয়লা’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest