ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার,লঞ্চ হল Samsung Galaxy A70

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: Galaxy A সিরিজে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে Samsung। এবার সামনে এল নতুন Samsung Galaxy A70। Galaxy A70 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে, 32 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন।

নতুন Galaxy A70 সামনে নিয়ে এলেও এখনও এই ফোনের দাম জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। আগামী 10 এপ্রিল এক ইভেন্টে এই ফোনের দাম জানানো হবে। চারটি আলাদা রঙে পাওয়া যাবে Samsung Galaxy A70।

স্পেসিফিকেশন:
ডুয়াল সিম Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসার, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Samsung Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Galaxy A70 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জিং।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest