ঢাকা: বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার বনানী এলাকায় এক বহুতলে বিধ্বংসী আগুন লাগে। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সন্ধ্যা অবধি উদ্ধারের কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তাঁরা সাত তলা অবধি উঠতে পেরেছেন। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার জন্য জোর চেষ্টা চলছে।
দমকল অফিসের মুখপাত্র আতিউর রহমান জানান, বেলা ১২ টা বেজে ৫২ মিনিটে এফ আর টাওয়ার নামে একটি বহুতলে আগুন লাগে। আগুন নেভাতে যায় ২১ টি ইঞ্জিন। সন্ধ্যা অবধি ওই বাড়ি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা অবধি বাড়িতে বহু মানুষ আটকে আছেন বলে মনে করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানিয়েছেন, নিহত ব্যক্তিরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
এফ আর টাওয়ার ১৭ তলা বাড়ি। তার আটতলায় প্রথম আগুন লাগে। বাড়িটিতে বেশ কয়েকটি অফিস ও দোকান রয়েছে। আগুন লাগার পরে অনেকে উঁচু থেকে লাফ দেন। অনেককে দেখা যায়, জ্বলন্ত বাড়ির জানলা থেকে হাত বাড়িয়ে সাহায্যের জন্য আর্তনাদ করছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। একটি মহলের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।