Site icon The News Nest

তিন বছরের পুরোনো মামলায় উদ্ভব ঠাকরের নামে জারি গ্রেফতারি পরোয়ানা

uddhav thackeray 1

মুম্বই: লোকসভা ভোটের সময় বিপাকে পড়লেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে৷ তাঁর নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা৷ যেকোন সময় গ্রেফতার হয়ে যেতে পারেন তিনি৷

উদ্ভব ঠাকরে ছাড়া দলের আরও এক নেতা সঞ্জয় রাউত ও কার্টুনিস্ট শ্রীনিবাস প্রভুদেশাইয়ের নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ মঙ্গলবার মহারাষ্ট্রের একটি আদালতের বিচারপতি এই ওয়ারেন্ট ইস্যু করেন৷ তিন বছর পুরোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই ওয়ারেন্ট৷

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে শিবসেনা মুখপাত্র সামনায় একটি কার্টুন ছাপা হয়৷ ভরা মিছিলে এক যুগলকে চুম্বনরত অবস্থায় দেখানো হয়েছিল ওই কার্টুনে৷ মারাঠাদের নিঃশব্দ প্রতিবাদকে কটাক্ষ করে এই কার্টুন আঁকা হয়েছিল৷ কার্টুনটি এঁকেছিলেন শ্রীনিবাস প্রভুদেশাই৷ মারাঠাদের নিঃশব্দ প্রতিবাদ চুম্বন প্রতিবাদে পরিণত হয়েছে এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন এই কার্টুনের মধ্যে দিয়ে৷ তারপর শিবসেনার উপর ক্ষেপে যায় একাধিক মারাঠা সংগঠন৷ এমন অশ্লীল কার্টুনের জন্য মারাঠা সংগঠনের বেশ কিছু নেতা শিবসেনার নামে থানায় অভিযোগ দায়ের করেন৷ ওই কার্টুন মহারাষ্ট্রের রাজনীতিতেও ঝড় তোলে৷ নভি মুম্বইয়ে সামনার অফিসে হামলা পর্যন্ত হয়৷ কংগ্রেস ও এনসিপিও নিন্দা করে৷ বিপদ বুঝে ক্ষমা চেয়ে নেন কার্টুনিস্ট শ্রীনিবাস প্রভুদেশাই৷ জানান, কারোর ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায়ে তিনি এই কার্টুন আঁকেননি৷

Exit mobile version