তিন হাজার প্রশ্নকর্তার সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে কি মোদীর, চেন্নাইয়ের কলেজে প্রশ্ন রাহুলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চেন্নাই : সাদা কুর্তা-জ্যাকেট পাজামা ছেড়ে কংগ্রেসের সভাপতিকে এই প্রথম নির্বাচনের কাজে দেখা গেল একটি ধূসর টি-শার্ট এবং জিন্সে।বুধবার চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজে এদিন বিশেষ ছিলেন রাহুল গান্ধী। দেড় ঘণ্টা ধরে তিন হাজার ছাত্রীর সামনে চোখা চোখা প্রশ্নের উত্তর দেন তিনি।প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তাঁকে বলতে শোনা যায় , ‘চ্যালেঞ্জ করার মত প্রশ্ন কর আমাকে।
আমি চাই তোমরা সবাই আমাকে অস্বস্তিতে ফেলো। তবে এত সংখ্যক প্রশ্ন কর্তার সমানে কর প্রধান মন্ত্রী দাঁড়াতে পারতেন ?’

এ দিনের অনুষ্ঠানে রাহুল ফের একবার সরব হন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সরাসরি মোদীকে দুর্নীতিবাজও বলেন। এক ছাত্রীর প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “নোটবন্দির সময় আপনার বাবা-মা ব্যাঙ্কে টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই টাকা নীরব মোদীকে দিয়ে দিয়েছেন।” দেশের দুর্নীতিযুক্ত ব্যবসায়ীদের নাম বলতে গিয়ে রাহুল মুখ ফস্কে নরেন্দ্র মোদীর নাম বলে ফেলেন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ছাত্রীরা। তবে সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে রাহুল বলেন, “না না নরেন্দ্র নয়। ওটা নীরব মোদী।” ছাত্রছাত্রীদের উল্লাসের আওয়াজের মাঝে মৃদু হাসতে দেখা গিয়েছে বছর আটচল্লিশের এই নেতাকে। লকা মেজাজে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেন রাহুল। এক ছাত্রী তাঁকে ‘রাহুল স্যার’ বলায় পাল্টা তাঁকে শুধু ‘রাহুল’ সম্বোধনও করতে বলেন। জিন্স এবং টি শার্ট পরিহিত কংগ্রেস সভাপতি এদিন ছাত্র ছাতছাত্রীদের একাধিক প্রশ্নের মুখে পড়েন। তার মধ্যে ছিল কাশ্মীর সমস্যা থেকে শুরু করে রবার্ট বঢরার মতো প্রসঙ্গ। এছাড়া লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করার ব্যপারে প্রশ্ন করেন পড়ুয়ারা।

এ দিন এক ছাত্রী রাহুলকে প্রশ্ন করেন, “আপনি তো রাফায়েল দুর্নীতি নিয়ে এত সরব। কই রবার্ট বঢড়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে তো কখনও বলেন না!” একটুও ইতস্তত না করে রাহুলের জবাব, “আইন সবার জন্য সমান। রবার্ট বঢড়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার তদন্ত হোক। তেমনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত প্রয়োজন।” তাঁর ভগ্নিপতি রবার্টের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। গত মাসে একাধিকবার জেরাও করা হয়েছে তাঁকে।  প্রশ্নোত্তরের সময় রাহুল বলেন, “আমি তো সব প্রশ্নের জবাব দিচ্ছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সাহস নেই প্রশ্নের মুখোমুখি হওয়ার।” এদিন কংগ্রেস সভাপতি দাবি করেন , ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। পাশাপাশি লোকসভায় যে মহিলা বিল পড়ে রয়েছে সেটাও পাশ কংগ্রেস।

সংসদে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা নিয়েও এ দিন প্রশ্ন করা হয় রাহুলকে। জবাবে তিনি বলেন, “আমার ভিতরে প্রধানমন্ত্রীর সম্পর্কে কোনও রাগ বা ঘৃণা নেই। কিন্তু প্রধানমন্ত্রীর রয়েছে। সুযোগ পেলেই বলেন, আমি কত খারাপ, আমার মা কত খারাপ, আমার বাবা বা ঠাকুমা কতটা ভয়ঙ্কর ছিলেন। আমার তো মনে হয় প্রধানমন্ত্রী এই পৃথিবীর সৌন্দর্যই দেখেননি।”এ দিনের অনুষ্ঠানে রাহুল ফের একবার সরব হন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সরাসরি মোদীকে দুর্নীতিবাজও বলেন। রাফাল, সিবিআই-আরবিআই-এর মতো প্রতিষ্ঠান ধ্বংসের মতো অভিযোগও তুলে ধরার চেষ্টা করেন কংগ্রেস সভাপতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest