তৃণমূলের মিছিলে ষাঁড়ের হামলা! আহত অবস্থায় হাসপাতালে সাত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরামবাগ: ভোটের প্রচার করতে বেরিয়ে জুটল ষাঁড়ের গুঁতো। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হল সাত তৃণমূলকর্মীকে।

মঙ্গলবার সকালে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের প্রচার কর্মসূচি ছিল তারকেশ্বরের পদ্মপুকুরে। তৃণমূলের প্রচার ঘিরে তখন ওই এলাকায় লোকে লোকারণ্য। কিন্তু এর মাঝেই গোটা কয়েক ষাঁড় নিজেদের মধ্যে মারামারি করতে করতে ঢুকে পড়ে তৃণমূল কর্মীদের ভিড়ের মধ্যে। পড়ি কি মরি করে দৌড়তে শুরু করেন সকলে। কিন্তু সাতজন তৃণমূল মহিলাকর্মীকে ষাঁড়ের গুঁতো খেতে হয়।

জখম তৃণমূল মহিলাকর্মীদের ভর্তি করা হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁদের দেখতে যান প্রার্থী তথা গতবারের সাংসদ অপরূপা পোদ্দার। আহত তৃণমূলকর্মীদের অবস্থা.স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

কয়েক মাস আগে এই হুগলিতেই ষাঁড়ের হামলার মুখে পড়েছিল মিছিল। কিন্তু সেটা ছিল সিপিএমের পদযাত্রা। লাল শালু দেখেই মিছিলে ঢুকে পড়ে ক্ষ্যাপা ষাঁড়। একাধিক সিপিএম কর্মীকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কয়েক মাস আগে শিলিগুড়িতে মুকুল রায়ের মিছিলেও হানা দিয়েছিল ষাঁড়। তবে মুকুল রায়ের কোনও আঘাত লাগেনি। এ বার তৃণমূলকর্মীদের উপর হামলা চালাল ষাঁড়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest