কলকাতা : দক্ষিণেশ্বর মন্দিরের পাশে ভয়াবহ আগুন।শনিবার রাট ৮টা নাগাদ বালি ব্রিজ লাগিয়ে একটি বস্তিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের ৮টি ইঞ্জিন৷যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ৷
হতাহতের এখনও কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন মদন মিত্র ও দমকল মন্ত্রী সুজিত বসু৷ সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। দমকল আধিকারিকরা জানিয়েছেন, একাধিক সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়েছে বস্তিতে। পাশাপাশি ঘেঁষাঘেঁষি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তি এলাকায়। পুড়তে শুরু করে একটার পর একটা ঘর।বস্তি এলাকা হওয়ায় ইতস্তত ছড়িয়েছিল প্লাস্টিক ও আরও নানা দাহ্য বস্তু। গাছের শুকনো পাতা জড়ো হয়েছিল চারদিকে। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে বিরাট আকার নেয়, এমনটাই জানিয়েছেন স্থানীয়েরা।আগুন এতটাই বিরাট আকার নিয়েছে যে এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে।এই অগ্নিকাণ্ডের জেরে বালি ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।