Site icon The News Nest

দলকে চাঙ্গা করতে আজ মালদহে রাহুল, ভিড় নিয়ে প্রশ্ন দলের অন্দরেই

rahul malda

কলকাতা: মৌসম নুর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অনেকটাই কোণঠাসা জেলা কংগ্রেস। তাই উদ্বেগের চোরাস্রোত কংগ্রেস শিবিরে। দলীয় কর্মীদের অক্সিজেন জোগাতে আজ দুপুর তিনটেয় চাঁচলের কলমবাগানের মাঠে সভা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সাধারণত প্রচার পর্বের শেষ লগ্নে আসেন হেভিওয়েট নেতা-নেত্রীরা।এবার উল্টোটা ঘটছে মালদহে। ইতিমধ্যেই রাহুল গান্ধীর সভার জন্য মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। মঞ্চের পিছনে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখানে হেলিকপ্টার নামার মহড়াও হয় শুক্রবার। চাঁচলে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে সভার জন্য। মূল মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছাড়াও, রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রারপ্ত গৌরব গগৈ এবং রাজ্য থেকে ঘোষিত কংগ্রেস প্রার্থীরা থাকবেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে মূল মঞ্চে ২২ জন থাকবেন বলে জানা গিয়েছে। প্রথমের দিকে মূল মঞ্চ আরও বড় ছিল। কিন্তু রাহুল গান্ধীর নিরাপত্তার স্বার্থে সেই মঞ্চ ছোট করা হয়েছে। মূল মঞ্চের ডানদিকে আরও একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে থাকবেন অন্য নেতারা।

লবদল নিয়ে সরব হবেন কংগ্রেস সভাপতি৷ ভোটে আবহে এই আশা করছেন সোমেন মিত্র, অধির চৌধুরীরা৷ অন্যদিকে তারা তৃণমূল ও বিজেপির-ও বিরোধী৷ যদিও জাতীয় রাজনীতিতে বিরোধী জোটে তৃণমূলের সঙ্গেই রয়েছে কংগ্রেস৷ এই প্রেক্ষিতে বাংলায় এসে শাসক তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কী আদৌ মুখ খুলবেন রাহুল? দেখার অপেক্ষায় দলের প্রদেশ নেতারা৷

অন্যদিকে,একই দিনে তৃণমূলের সভা হওয়ায় সমালোচনার সুর কংগ্রেস নেতাদের মুখে। তাঁদের দাবি,‘‌এই অজুহাতে অনেক বাস তুলে নেওয়া হবে।’‌ মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নুর বলেন, ‘‌ওদের লোকজন কোথায়?‌ কংগ্রেসের মাটি এখন আর নেই। এটা এখন তৃণমূলের মাটি হয়ে গেছে। আমরা অঞ্চল কমিটির বৈঠক ডাকব কি ডাকব না, সেটা তৃণমূল কংগ্রেসের বি‌ষয়। কংগ্রেস বলার কে?‌ আসলে ওরা বুঝতে পেরেছে, রাহুল গান্ধীর সভায় লোক হবে না। তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন কংগ্রেস নেতারা। সাংসদ আবু হাসেম খান চৌধুরি বলেন, ‘‌রাহুল গান্ধীর সভাকে ওরা ভয় পাচ্ছে। তাই একই দিনে অঞ্চল কমিটির সভা ডেকেছে।’‌

 

Exit mobile version