Site icon The News Nest

দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, রিপোর্ট চাইল কমিশন,বিবেক দুবের কোচবিহার-ত্যাগ নিয়ে প্রশ্ন

election2

কোচবিহার: ছোটোখাটো অশান্তির খবর এলেও রাজ্যের দুটি কেন্দ্রে এখনও পর্যন্ত বড়ো ধরনের কোনো অশান্তির খবর নেই। সে কারণেই বৃহস্পতিবার সকালেই কোচবিহার ছাড়লেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। বেলার দিকেই কলকাতা ফিরে আসবেন তিনি। কোচবিহার এবং আলিপুরদুয়ারের সব কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নেই। অনেক বুথেই রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীকে দিয়ে কাজ চালানো হচ্ছে। বিরোধীদের অভিযোগ, এই সুযোগ নিয়ে বেশ কিছু বুথে অশান্তি তৈরি করার চেষ্টা করছে শাসক দল। ইতিমধ্যেই কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু বুথে বিরোধী এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এরই মধ্যে বিবেক দুবের কলকাতা ফেরা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন বিবেক। কলকাতা ফেরার পথে তিনি বলেন, “যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে, তাকে সুষ্ঠুভাবে ব্যবহার করা গিয়েছে। কোথাও বড়ো ধরনের কোনো গণ্ডগোল নেই।”

এদিন সকাল সাড়ে নটা নাগাদ দিনহাটায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যপক মারামারি হয়৷ বিজেপির কর্মী-সমর্থকদের অভিযোগ, তাদেরও ব্যপক মারধর করেছে তৃণমূলের কর্মীরা৷ এমনকি তারা ভোটারদেরও মারধর করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে৷ একজনের অবস্থা গুরুতর৷ পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে তৃণমূল৷ দুই তরফের হাতেই লাঠি দেখা গিয়েছে৷ এই সংঘর্ষের জেরে রসমণ্ডা স্কুলে দেরিতে ভোটগ্রহণ শুরু হয়৷ রাজ্য পুলিশ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে৷এলাকায় বোমা বাজি হয়েছে বলেও অভিযোগ।সংঘর্ষের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷

ভোট শুরুর আগে মাথাভাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ৩ জনের উপর হামলার অভিযোগ অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এ ঘটনায় জখম হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ৩ জন। এই ঘটনাতেও কমিশন রিপোর্ট তলব করেছে৷

Exit mobile version