Site icon The News Nest

দেশের প্রথম লোকপাল হচ্ছেন বঙ্গসন্তান পিনাকীচন্দ্র ঘোষ

PINAKI CHANDRA GHOSE

নয়াদিল্লি: দেশ প্রথম লোকপাল হিসাবে পেতে চলেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই নাম ঠিক হয় বলে জানা গিয়েছে।  রবিবার লোকপাল সংক্ৰান্ত নিয়োগ কমিটি বৈঠকে বসে। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে। যদিও “অতিথি” হিসাবে ডাকায় তিনি আমন্ত্রণ ফিরিয়ে দেন।

জানা গিয়েছে, বিচারপতি ঘোষের নাম সার্চ কমিটির পক্ষ থেকে পেশ করা হয়। আগামী সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব নিতে চলেছেন। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। এখন তিনি জাতীয় মানাবাধিকার কমিশনের সদস্য।
দেশের বিভিন্ন জায়গায় থেকে যাওয়া আমলাতন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে ৫ বছর আগেই লোকপাল আইন নিয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার দেশ পেতে চলেছে প্রথম লোকপাল। যিনি একজন বাঙালিও। উল্লেখ্য, এই বিচারপতিই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলাকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন।

Exit mobile version