দ্বিতীয় মোদী-সরকারের প্রথম বৈঠকে স্থির হল সংসদ অধিবেশন এবং বাজেট পেশের দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: নতুন এনডিএ সরকারের প্রথম সংসদ অধিবেশন বসছে আগামী ১৭-২৬ জুলাই। তার আগেই আগামী ১৯ জুন লোকসভার অধ্যক্ষ নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের নতুন সরকারের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানাল সংবাদ সংস্থা এএনআই।

গত বৃহস্পতিবার ৫৭ সাংসদ-সহ মোদীর শপথগ্রহণের পর এ দিন বিকেলে বেশ কয়েক ঘণ্টা ধরে নতুন মন্ত্রিসভার বৈঠকে। সেখানে মন্ত্রিত্ব বণ্টনের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধা্ন্তও নেওয়া হয়। যেগুলির মধ্যে অন্যতম বাজেট অধিবেশনের সূচি নির্ধারণ।

নতুন সরকারের তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর জানান, আগামী ৫ জুলাই পেশ হতে পারে বাজেট। দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্ব নিয়েই জাতীয় প্রতিরক্ষা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী বৃত্তি যোজনায় পরিবর্তনের ফাইলে স্বাক্ষর করেন মোদী। ছেলেদের জন্য স্কলারশিপের অর্থ প্রতিমাসে ২,০০০ থেকে বাড়িয়ে করা হল ২,৫০০ টাকা। মেয়েদের জন্য পূ্র্বনির্ধারিত ২,২৫০ টাকা বাড়িয়ে করা হল ৩,০০০ টাকা। একই সঙ্গে শহিদ জওয়ানদের সন্তানদের পাশাপাশি রাজ্য পুলিশকেও শর্তসাপেক্ষ ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। এ বার থেকে নকশাল বা সন্ত্রাসী হামলায় শহিদ পুলিশকর্মীদের সন্তানরাও এই বৃত্তি পাবেন। প্রতিটি রাজ্যে ৫০০ জন এই সুবিধা পাবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest