#নিউজ কর্নার ওয়েব ডেস্ক: সম্প্রতি একটি ভিডিয়ো টুইটারে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নকল পা পেয়ে একটি শিশু হাসপাতালের মধ্যেই নেচে যাচ্ছে। তার সেই নাচ দাঁড়িয়ে দেখছেন হাসপাতালের অন্যান্যরা।
রোয়া মুসায়ি নামে এক মহিলার অ্যাকাউন্টে ২১ সেকেন্ডের ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে রোয়া লিখেছেন, ‘আহমেদ নকল পা পেয়েছে। নেচে নেচে সে তার আনন্দ প্রকাশ করছে। আহমেদের বাড়ি আফগানিস্তানের লোগার প্রদেশে। ল্যান্ডমাইন বিস্ফোরণে তার পা উড়ে গিয়েছে। এভাবেই ফের তার জীবনে পরিবর্তন এসে হাসি ফুটিয়েছে।
Ahmad received artificial limb in @ICRC_af Orthopedic center, he shows his emotion with dance after getting limbs. He come from Logar and lost his leg in a landmine. This is how his life changed and made him smile. pic.twitter.com/Sg7jJbUD2V
— Roya Musawi (@roya_musawi) May 6, 2019
ইতিমধ্যেই ভিডিয়োটি প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে, সাড়ে সাত হাজারের বেশি বার রিটুইট হয়েছে। বহু মানুষ আহমেদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা আহমেদের এই আনন্দে শরিক হতে চেয়েছেন। একজন লিখেছেন, তিনি আহমেদকে আলিঙ্গন করতে চান, তার সঙ্গে নাচতে চান।