নজরে ভোট, আজ থেকেই সোশ্যাল মিডিয়াতে চালু ‘কোড অফ কন্ডাক্ট ‘

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অনেক সময় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়। কিন্তু সাধারণ ভাবে নির্বাচনী আচরণবিধি চালু হলেও, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। সেই দিকেই এ বার পদক্ষেপ করল নির্বাচন কমিশন।সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সংক্রান্ত তথ্য বা প্রচার যাতে নিয়ন্ত্রণে থাকে সে কারণে এ বার ‘মডেল কোড অফ কন্ডাক্ট’-এর মতো ব্যবস্থা চালু করল কমিশন।

বুধবার ইন্টারনেট এন্ড মোবাইল ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয় ,’এই বিধি প্রয়োগের মূল উদ্দেশ হল নির্বাচনী প্রতিনিধিরা যাতে সোশ্যাল মাধ্যম ব্যবহার করে কাউকে ভুল বুঝিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে।বাজারে যে কোনও পণ্য সামগ্রী এলে তার গুনগত ম্যান সহ অন্যান্য বিষয়গুলি নিয়ন্ত্রণ করে বিশেষ নিয়ন্ত্রক সংস্থা। এই নির্দিষ্ট সংস্থা ছাড়পত্র দিলে তবেই পণ্য গুলি বাজারে আসে। ওই একই বিধিতেই এবার সোশ্যাল সাইটে চোখ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী,মঙ্গলবার নয়াদিল্লিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠক করে কমিশন। সেখানেই সোশ্যাল মিডিয়ার জন্য পৃথক আচরণবিধির এই প্রস্তাব দেওয়া হয়। এই আচরণবিধি মেনেই প্রতিটি রাজনৈতিক দল বা প্রার্থী এবং প্রত্যেক নাগরিককে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। কেউ আচরণবিধি ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনের জন্য সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো রকম অপপ্রচার চালানো না হয়, সেই ব্যাপারেও রাজি হন প্রতিনিধিরা। তারপরই এদিন এই বিবৃতি জারি করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest