#কলকাতা: এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য তথা জাতীয় চিকিৎসক মহলে৷ ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে চূড়ান্ত প্রতিরোধের জায়গায় পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷
এনআরএস কাণ্ডে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে নবান্নে যাচ্ছেন না সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা৷ শনিবার বিকাল পাঁচটায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল পাঁচ সিনিয়র চিকিৎসকের একটি প্রতিনিধি দলের৷ কিন্তু চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা যাবেন না৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআরএস হাসপাতালে এসে তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে৷ তবেই সমস্যার সমাধান সূত্র মিলবে৷
জিবি-র সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররাও জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী এনআরএস-এ এলে তবেই আলোচনা হবে। নবান্নে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা। তাঁদের দাবি, চিকিত্সকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নবান্নে কোনও প্রতিনিধিও যাচ্ছেন না। ফের সাংবাদিকদের সামনে বললেন, “আমাদের ওপর আক্রমণের ঘটনা নিন্দনীয়। কোনও প্রতিনিধি নবান্নে যাচ্ছে না।”
অন্যদিকে, স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা কাটাতে নবান্নে শুরু উচ্চপর্যায়ের বৈঠক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মলয় দে, স্বাস্থ্য সচিব রাজীব সিনহা ও স্বাথ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷