Site icon The News Nest

নরেন্দ্র মোদীকে নিয়ে পিএইচডি মেহুল চোকসির !

pm narendra modi

নয়াদিল্লি : সুরাটের মেহুল চোকসি পিএইচডি করলেন নরেন্দ্র দামোদর মোদীকে নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনারা ঠিকই শুনেছেন ডক্টরেট করেছেন মেহুল চোকসি। তবে চোখ কপালে তোলার আগে খবরটির দিকে একটু ভালো করে নজর দিতে হবে। নামের মিল হলেও এই মেহুল কিন্তু হিরে ব্যবসায়ী নন। তিনি সুরাটের বীর নর্মদ সাউথ গুজরাট ইউনিভার্সিটির ছাত্র।

রাষ্ট্রবিজ্ঞান আইন বিভাগের ছাত্র তিনি। রাষ্ট্রবিজ্ঞানে তাঁর পিএইচডি থিসিস ছিল লিডারশিপ আন্ডার গভর্মেন্ট : কেস স্টাডি অফ নরেন্দ্র মোদী।এই গবেষণার জন্য তিনি সাড়ে ৪০০ জনের কাছ থেকে ডেটা সংগ্রহ করেন। এর মধ্যে রয়েছেন ছাত্র, শিক্ষক, কৃষক, সরকারি আধিকারিক এবং অন্যান্যরা।মূলত ৩২ টি প্রশ্নমালা সাজিয়ে ছিলেন মেহুল। উত্তরে ভিত্তিতে তিনি জানিয়েছেন ৮১ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীর ইতিবাচক নেতৃত্তের কথা বলেছেন। ৩৪% মানুষ বলেছেন স্বচ্ছতার কথা।৩১ শতাংশ মানুষ জোর দিয়েছেন বিশ্বাসযোগ্যতার উপর। ৪৮% মানুষ বলেছেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক দক্ষতা সব থেকে ভালো। ২৫ শতাংশ মানুষ মনে করেছেন তাঁর ভাষণ অন্যদের থেকে ভালো। ২০১০ সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় কালকেও ধরেছেন মেহুল।

বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের অধ্যাপক নীতীশ যোশীর অধীনে মেহুল এই গবেষণা করেছেন। নীতীশ জানান, এটা খুব আর্কষণীয় বিষয় ছিল। কারণ, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কাজটা করা হয়েছে। তাছাড়া এমন একজনের সম্বন্ধে মতামত সংগ্রহ করা হয়েছে, যিনি দেশের প্রশাসনের শীর্ষপদে রয়েছেন। ফলে নিরপেক্ষভাবে কাজটা করা খুবই কঠিন ছিল বলে মানছেন নীতীশ।

Exit mobile version