নিউ জিল্যান্ডের মসজিদে বন্দুকবাজ হানা, সমবেদনা জানাতে গিয়ে কাঁদলেন জিম ক্যারি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক : নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে একাত্ম হলেন হলিউড অভিনেতা জিম ক্যারি। বিশ্বের যেকোনো আলোচিত-সমালোচিত ঘটনার প্রতিবাদ ও নিন্দায় নিজের শিল্পকর্মের মাধ্যমে সক্রিয় হন তিনি। এবারও তা-ই করলেন তিনি। নিজের হৃদয়ের কান্নাভেজা একটি কার্টুন এঁকে পোস্ট করলেন টুইটারে।

নিজের আঁকা নতুন সেই কার্টুনে নিজেরই কান্নাভেজা মুখমণ্ডলের ছবি এঁকেছেন জিম ক্যারি। টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁর চোখ থেকে শোকের নীল জল ঝরতে দেখা যাচ্ছে।0a370cc3814d9de6110ebbc80ced9445 5c8d088c8eb05

সেটি ছাড়াও কানাডার টরন্টোর ভ্যান হামলার সময় আঁকা একটি মর্মভেদী কার্টুন পোস্ট করেছেন এই অভিনেতা। গত বছর ঘটে যাওয়া সেই ঘটনায় ১০ জন মানুষ নিহত হয়েছিলেন। সেই ছবিতে ক্যারি লিখেছিলেন, ‘হাত দিয়ে মুখ ঢাকার কোনো উপায় নেই।’

ba9a84a389784a6982ca2d0ce79cb83d 5c8d088c990f5

কমেডিয়ান হিসেবে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে একপর্যায়ে ছবি আঁকতে শুরু করেছিলেন জিম ক্যারি। বিশ্বে ঘটে যাওয়া যেকোনো দুর্ঘটনায় কার্টুন এঁকে প্রতিবাদ করেন তিনি। এমনকি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে দিয়েছে অর্থ, সুনাম ও খ্যাতি, সেই দেশের কঠোর সমালোচনা করতেও ভয় করেননি তিনি। টুইট করে একাধিকবার যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ধিক্কার জানিয়েছেন এই অভিনেতা। একবার ডোনাল্ড ট্রাম্পের কার্টুন এঁকে তিনি লিখেছিলেন, ‘ইতিহাসের সবচেয়ে বাজে এ প্রশাসন নিচ থেকে আরও নিচে নামছে।’ গত বছর ইয়েমেনে মিসাইল হামলার পর ঘটনাটির রূপক একটি কার্টুন এঁকেছিলেন জিম। সঙ্গে লিখেছিলেন, ‘ইয়েমেনে ৪০টি নিষ্পাপ শিশুকে বাসের মধ্যে খুন করা হলো। বন্ধু আমাদের, মিসাইল আমাদের, অপরাধটিও আমাদের।’

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজ শুরু হওয়ার ১০ মিনিট আগে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে অন্তত ৪৯ জন নিহত হন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অন্য অনেকের মতো হলিউডের খ্যাতিমান অভিনেতা জিম ক্যারি ঘটনার নিন্দা জানালেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest