লখনউ: ফের উত্তর প্রদেশে হাসপাতালের ভিতরই গণধর্ষিতা রোগিনী। ঘটনাটি ঘটেছে রবিবার মেরঠের একটি হাসপাতালের আইসিইউ–তে।পুলিস অফিসার হরিমোহন সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই মহিলা। রবিবার, হাসপাতালের কয়েক জন্য কর্মী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন। ওই মহিলার স্বামী আরও অভিযোগ করেন, রোগীকে তড়ঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয়। এর পর তাঁকে বেহুঁশের ইঞ্জেকশন দেওয়া হয়। পুলিসকে মহিলার স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে হাসপাতালের ৩ কর্মী।
পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে ঘটনার সময় আইসিইউ–র সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় এপর্যন্ত চার পুরুষ এবং এক মহিলাকে আটক করেছে পুলিস। মহিলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারায় এফআইআর করেছে পুলিস। দ্রুত তদন্তের জন্য স্পেশাল তদন্তকারী দল-ও (সিট) গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।