নয়াদিল্লি : নতুন পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ করতে হবে। ইসলামাবাদকে শনিবার বার্তা দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের দাবি, ইসলামাবাদ সন্ত্রাস দমনের ব্যাপারে আগ্রহী নয়। পাকিস্তানকে যাতে সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে দরকারি পদক্ষেপও করছে না।নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর সে দেশে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান।শুক্রবার ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি নয়া পাকিস্তান গড়তে চান। সেই পাকিস্তানে সন্ত্রাসবাদীদের স্থান নেই। তাঁর সেই কথা তুলে ধরেই পাকিস্তানকে খোঁচা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। সেখানে ইমরান খানের নির্বাচনী স্লোগান তুলে ধরে তিনি বলেন, ‘‘নয়া চিন্তা-ভাবনাকে আশ্রয় করে নয়া পাকিস্তান গড়ে উঠছে বলে দাবি ওদের। তাই যদি হয়, তাহলে দেশের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও নতুন করে পদক্ষেপ করতে হবে তাদের।’’ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত ছিল। ঘটনার পর পরই জইশ সেই দাবি করে। ভারতও সেই সংক্রান্ত নথিপত্র ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও হামলায় জইশের ভূমিকা অস্বীকার করে আসছে ইমরান খানের প্রশাসন। তারও তীব্র সমালোচনা করেন রবীশ কুমার। তিনি বলেন, ‘‘হামলার দায় অস্বীকার করলে না হয় কথা ছিল। কিন্তু তা তো হয়নি! বরং নিজে থেকে হামলার দায় স্বীকার করেছে জইশ। তাই কোনও ধন্দ থাকার কথাই নয়। তার পরেও হামলায় তাদের ভূমিকা অস্বীকার করছে পাকিস্তান। তাদের আড়াল করছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’’
পুলওয়ামা হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। যার এক দিন পর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান। তাদের তাড়া করতে গিয়ে যুদ্ধবিমান ভেঙে পাকিস্তানের হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর বিমানটির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার আরও একটি বিমান গুলি করে নামানো হয়েছে বলে সেইসময় দাবি করে পাকিস্তান, যা নিয়ে আজও অনড় তারা। তবে তাদের সেই দাবি উড়িয়ে দিয়েছেন রবীশ কুমার। বরং পাকিস্তান মিথ্যা গুজব ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘‘একটা মাত্র বিমান খোয়া গিয়েছে আমাদের। পাকিস্তান মিথ্যা গুজব ছড়াচ্ছে। ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান যদি গুলি করে নামিয়ে থাকে ওরা এবং তার ভিডিয়ো রেকর্ডিংও যদি থাকে ওদের কাছে, তাহলে এতদিনেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা কেন প্রকাশ করল না ওরা?’’ বালাকোট হামলার পাল্টা চ্যালেঞ্জে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল পাক যুদ্ধবিমান এফ১৬। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মিগ ২১ বাইসন একটি এফ১৬কে নামিয়ে আনে। প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ভেঙে এফ১৬ অপব্যবহার করেছে পাকস্তান। এ দিন বিদেশমন্ত্রক স্পষ্ট করে, ওই বিমানের ধবংসবশেষের নমুনা তুলে দেওয়া হয়েছে আমেরিকার কাছে।সম্প্রতি শোনা যায়, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি বন্ধ করে দিয়েছে পুলিশ। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।এ প্রসঙ্গে এদিন রবীশ কুমার বলেছেন, ‘‘আমরা বারবার একই কথা শুনে আসছি। ২০০১ সালে সংসদে হামলার সময়, ২০০৮ সালে মুম্বই হামলার সময় ও ২০১৬ সালে পাঠানকোট হামলার সময়ও একই কথা শুনেছি। পাকিস্তান দাবি করছে, ওরা জঙ্গিসংগঠনকে নিষিদ্ধ করেছে। কিন্তু তা শুধু কাগজপত্রে করেছে। জঙ্গিদলগুলো আজও কোনওরকম বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মাটিতে।’’
জইশ এবং সংগঠনের মাথা মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত’ করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক বার্তা মিলেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের তরফেও। ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও কড়া পদক্ষেপ করতে আগ্রহী বলে জানা যাচ্ছে।বিদেশমন্ত্রক সূত্রে খবর, চিনের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে নয়া দিল্লি। পাকিস্তানকে মদত করতে মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেওয়ার বিষয়ে ভেটো প্রয়োগ করে চিন। সূত্রে খবর, এ বিষয়ে বেজিংয়ের সমর্থন পেতে তাদের বেশ কয়েকটি দাবি মেনে নিতেও রাজি মোদী সরকার।