Site icon The News Nest

পাঁচ বছরে ৫২ শতাংশ সম্পত্তি বেড়েছে মোদীর

1 3

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: আজ বারাণসীতে মনোনয়ন পত্র জমা দিলেন নরেন্দ্র মোদী। সেই হলফনামায় সম্পত্তির উল্লেখ রয়েছে।২০১৭-১৮ অর্থবর্ষে ১৯ লক্ষ ৯২ হাজার ৫২০ টাকা। ২০১৩-১৪ আর্থিক বছরে নরেন্দ্র মোদীর আয় ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৭১১ টাকা। চার বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে প্রায় দশ লক্ষ টাকা।

নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ৩৬ হাজার ১১৯ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ।এই আড়াই কোটি টাকার সম্পত্তির মধ্যে রয়েছে বসত বাড়ি যা গুজরাতের গান্ধীনগরে রয়েছে। এছাড়াও সঞ্চিত নগদ রয়েছে ১ কোটি ২৭ লক্ষ টাকা।হাতে রয়েছে ৩৮ হাজার ৭৫০ টাকা। মোদীর কাছে চারটি সোনার আংটি রয়েছে৷ যার ওজন ৪৫ গ্রাম৷ এই আংটিগুলির মূল্য এক লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা৷

২০১৪ সালে হলফনামা জমা দেওয়ার সময় প্রথমবার মোদী নিজের স্ত্রীর নাম উল্লেখ করেছিলেন। এবারও মোদীর স্ত্রীর নাম রয়েছে। কিন্তু যশোদাবেনের আয়, সম্পত্তি-সহ সমস্ত তথ্যের জায়গায় ‘জানি না’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর।

Exit mobile version