Site icon The News Nest

পাক হামলায় আহত ৫ জওয়ান, পাল্টা পাঁচ সেনা শিবির উড়িয়ে দিল ভারত

ceasefire violation

শ্রীনগর :  মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পরে, দফায় দফায় নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সেনার খবর, মঙ্গলবার বিকেল থেকে পাকিস্তান জম্মু, রাজৌরি, পুঞ্চের ৫৫টি ভারতীয় চৌকিতে গোলাগুলি ছুড়েছে। তাতে পাঁচ ভারতীয় জওয়ান আহত হয়েছেন। বিকেল সাড়ে পাঁচটার পর থেকে গোলাগুলি শুরু হয়। কৃষ্ণঘাঁটি, নওশেরা, পুঞ্চ থেকে আখনুর, কোনও সেক্টরই বাদ যায়নি। ভারতও  জবাব দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

ঘটনায় ৫ ভারতীয় জওয়ান আহত হয়েছেন। পালটা জবাব দিচ্ছে ভারতও। আহত বেশ কয়েকজন পাক সেনাও। সেনা সূত্রে খবর, জম্মু, রাজৌরি ও পুঞ্চ সেক্টর দিয়ে পাক হামলা হয়েছে। মঙ্গলবার রাতভর নিয়ন্ত্রণরেখা বরাবর গোলগুলি চলে প্রায় ১২ থেকে ১৫ টি জায়গায়। মূলত গ্রামবাসীদের ঢাল করে মিশাইল এবং মর্টার হামলা চালাচ্ছে পাক সেনা। পাঁচ ভারতীয় সেনাও আহত হয়েছেন৷ জখম ভারতীয় জওয়ানদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিমি ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ বালাকোট অঞ্চলে যুদ্ধবিমান থেকে ফেলা হয় গোলা৷ সেনাবাহিনীর দাবি, সেই অভিযানেই গুঁড়িয়ে গিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটি৷ নিহত হয়েছে জইশ প্রদান মাসুদ আজহারের পাঁচ নিকট আত্মীয়-সহ প্রায় ৩৫০ জঙ্গি৷ ভারতীয় বায়ু সেনার সাফল্যের খবর ছড়িয়ে পড়ে৷ বিভিন্ন দেশ ভারতকে সমর্থন জানায়, অভিনন্দন জানায়৷ পাকিস্তানের অভ্যন্তরেও প্রবল আলোড়ন হয় ভারতের এই প্রত্যাঘাত ঘিরে৷ দিশাহারা ইসলামাবাদও ভারতের বিরুদ্ধে পাল্টা আঘাত আনার বার্তা দেয় সেদেশের সেনাকে৷ এর পরেই মঙ্গলবার রাতেই রাজৌরি, পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বোমা, গুলি ছোড়া হতে থাকে৷ কড়া জবাব দেয় ভারতীয় সেনাও৷

Exit mobile version