Site icon The News Nest

প্রধানমন্ত্রীর পদ নিলামে বিক্রি নেই, আসানসোলের সভায় মমতাকে কটাক্ষ মোদীর

modi asansol

আসানসোল: দুর্নীতিতে কংগ্রেসকেও পিছনে ফেলেছে তৃণমূল। রাজ্যের উন্নয়ন থমকে আছে ‘স্পিডব্রেকার’ দিদির জন্যই। আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের বিরুদ্ধে এ ভাবেই তোপ দাগলেন নরেন্দ্র মোদী।

কেন্দ্রে এবার আঞ্চলিক দলের নেতৃত্বে সরকার হবে বলে বারবার দাবি করে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকারে তৃণমূল কংগ্রেসের বড় ভূমিকা থাকবে বলেও নির্বাচনী প্রচারে বলছেন তিনি। এবার রাজ্যে প্রচারে এস সেই ইস্যুতেই মমতাকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা প্রধানমন্ত্রী হলে পাকিস্তান নীতি কেমন হবে তা নিয়ে আসানসোলে নির্বাচনী জনসভা থেকে রীতিমতো বিদ্রুপ করলেন মোদী। এদিন বাবুল সুপ্রিয়র সমর্থনে জনসভা থেকে মোদী বলেন, “আমাদের দিদি প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখছেন। যদি সেই পদ মিলে যায় তবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে নিলাম হবে দুর্নীতিতে কে কত মাল লুটেছে তা নিয়ে।” এর পরে স্পষ্ট বিদ্রুপের সুরে প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী পদ সারদা, নারদার পয়সায় কেনা যায় না। ১৩০ কোটি দেশবাসীর আশির্বাদে প্রধানমন্ত্রী হওয়া যায়।”

রাজ্যে প্রতিটি নির্বাচনী সমাবেশেই সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে তৃণমূলনেত্রীকে বিঁধে চলেছেন প্রধানমন্ত্রী। এদিনও তা বাদ যায়নি। শুধু আক্রমণ করাই নয়, এদিন চিটফান্ড ও পাকিস্তান প্রসঙ্গ মিলিয়ে দিয়ে বিদ্রুপের সুর জুড়েছেন মোদী। তিনি বলেন, “দিদি আপনাকে এটাও তো জবাব দিতে হবে যে, প্রধানমন্ত্রী হলে আপনার রোজভ্যালি থেকে আনা ফুল দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কি? রোজভ্যালির ফুল দিয়েই কি পাকিস্তানকে মানিয়ে নেওয়া যাবে? জঙ্গিদের বলবেন কি যে নিজেরা সবাই সন্ত্রাসবাদী হওয়ার প্রমাণ নিয়ে এস?”

একের পর এক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে শুধু আক্রমণ নয়, মমতার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেও মন্তব্য করলেন মোদী।ঠিক যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিটি জনসভায় মোদীর দিন শেষ হয়ে যাওয়ার কথা বলছেন, ঠিক সেই ভাবেই মোদী বলেন, “মমতা দিদির পায়ের তলা থেকে জমি সরে গেছে। ওনার সূর্য অস্ত যাচ্ছে। আর সেটা উনি নিজেও বুঝতে পারছেন। টিএমসি-র অবস্থা এমন হয়ে গেছে যে মিটিংয়ে লোক হচ্ছে না। তার জন্য বিদেশ থেকে অভিনেতা আনতে হচ্ছে। খুব মায়া হয় দিদি আপনার জন্য, খুব মায়া হয়। দিদি আপনার এ কি অবস্থা করে দিল বাংলার বীর জনতা?” ২০১৪ সালে দার্জিলিং আসনে বিজেপির জয় ছিল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে। সেই অর্থে একক শক্তিতে জয় মিলেছিল শুধু আসানসোলে। সেবার বাবুল সুপ্রিয়র সমর্থনে সমাবেশ করেছিলেন মোদী। জয়ের পরে মন্ত্রীও করেছেন গায়ক সাংসদকে। এবার ফের সেই গায়ক বাবুলই প্রার্থী। রাজ্যে চতুর্থ দফায় আসানসোল আসনে ভোটের আগে তৃণমূল বিরোধিতায় নতুন সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন, “বাংলায় এবার বদল নিশ্চিত।”

 

Exit mobile version