#কলকাতা: ঘরোয়া লিগের শুরুতেই ধাক্কা। মুখ পুড়ল আইএফএ-এর। মাঠ সমস্যায় বাতিল করতে হল শুক্রবারের মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ।
বর্তমানে ঢেলে সাজানো হচ্ছে বাগান তাঁবুকে। ক্যাফেটেরিয়া থেকে গ্যালারি, সব কিছু সংস্কারের কাজ চলছে। কিন্তু এখনও গ্যালারি সংস্কারের কাজ শেষ হয়নি। ফলে ফিট সার্টিফিকেট দেয়নি রাজ্যের পূর্ত দফতর। আর পূর্ত দফতর ফিট সার্টিফিকেট না দেওয়ায় ম্যাচ পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে দেয় আইএফএ। ২৬ জুলাইয়ের ম্যাচ অবশ্য কবে হবে, তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে ১৪ অগস্টের পরেই হয়তো হবে সেই ম্যাচ। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় ৬ অগস্ট কাস্টমসের বিরুদ্ধেই লিগের প্রথম ম্যাচ খেলবে কিবু ভিকুনার দল। অর্থাৎ, ২ অগস্ট ডুরান্ড কাপ দিয়েই শুরু হবে চলতি মরসুম।
আইএফএ-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালেও যদি পূর্ত দফতরের আধিকারিকদের হাতে ফিট সার্টিফিকেট তুলে দেওয়া হতো, তাহলে ম্যাচ সেখানেই হতো। কিন্তু তা না হওয়ায় সেই সার্টিফিকেট পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। ফলে পুলিশও অনুমতি দেয়নি। আর পুলিশের অনুমতি ছাড়া ম্যাচ আয়োজন করা অসম্ভব। তাই এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ১৪ অগস্ট পর্যন্ত যেহেতু সূচি তৈরি হয়েছে, তাই তারপরেই এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইএফএ। তবে যদি দুই ক্লাবের কর্তারা চান, তাহলে মাঝে কোনও দিন দেখে এই খেলা আয়োজন করা যেতে পারে বলেও জানানো হয়েছে।
গ্যালারি সংস্কারের জন্য ১ অগস্ট পর্যন্ত ফোর্ট উইলিয়ামের কাছে অনুমতি নিয়েছে বাগান কর্তারা। এক বাগান কর্তার কথায়, “লিগ শুরু হওয়ার আগে গ্যালারি সংস্কার করা সম্ভব হবে না, সেটা আমরা জানতাম। কিন্তু তারপরেও চেষ্টা করা হয়েছিল। আমরাও নিজেদের মাঠেই খেলতে চাই। কিন্তু কাজ পুরো না হওয়া পর্যন্ত ম্যাচ হলে তাতে দুর্ঘটনা ঘটে যাতে পারে। তাই আমরা রিস্ক নিতে চাইনি। তবে ম্যাচ হবে। পরে হলেও আমাদের মাঠেই হবে।”