ফের বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন মোদী !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি : ২০১৯–এর লোকসভা ভোটে নাকি পুরী থেকে প্রার্থী হবেন মোদী। এমনই জল্পনা শোনা গিয়েছিল। সে জল্পনায় জল ঢেলে বিজেপি সূত্র দাবি করেছে বারাণসী থেকেই প্রার্থী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৪ সালের নির্বাচনে মোদী বারাণসীর সঙ্গে সঙ্গে  বরোদা  থেকেও লড়েছিলেন। দুটিতেই জেতার পর বারাণসী হাতে  রেখে  বরোদা ছেড়ে দেন। বারাণসী তাঁর  বিরুদ্ধে  প্রার্থী হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং  কংগ্রেস নেতা অজয় রাই। বিরাট ব্যবধানে বাকিদের  হারিয়ে  লোকসভায় প্রবেশ করেন মোদী। এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই মোদি কোথা থেকে প্রার্থী হবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে পুরী থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়। উত্তরে ব্যাপারটি স্বীকার বা অস্বীকার কোনওটাই করেননি মোদী। রহস্য জিইয়ে রেখে বলেছিলেন,’ সংবাদ মাধ্যমের কিছু কাজ করা উচিত’।

তাঁর  পুরী থেকে লড়ার সম্ভবনা তৈরি হয় তার কারণ  ওড়িশা থেকে  শুরু  করে বাংলায় ভাল ফল করে এবার দিল্লি দখলের ছক করেছে  বিজেপি। গতবার লোকসভা ভোটে বিজেপি উত্তরপ্রদেশে দারুণ ফল করে। ৮০টির মধ্যে ৭১টি  আসনে জিতেছে বিজেপি। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। সাম্প্রতিক কালে বিজেপি বিরোধী জোটের কাছে হারতে হয় কেন্দ্রের শাসক দলের প্রার্থীদের। তাছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মতো রাজ্যেও  হেরেছে  বিজেপি। এমতাবস্থায় বাংলা এবং ওড়িশা ঘিরেই দিল্লি দখলের পরিকল্পনা করেছেন মোদী- অমিত শাহরা।কিন্তু গুজরাট যে মোদী কোনও মতেই ছাড়তে রাজি হবেন না সেকথা বিজেপিই বুঝিয়ে দিয়েছে।

রাজনৈতিক মহলের দাবি , বাংলা এবং ওড়িশা দখলের পরিকল্পনা থাকলেও যেখানে বিজেপির তেমন প্রভাব নেই সেরকম কোনও জায়গা থেকে মোদীকে প্রার্থী করার ঝুঁকি এবার আর নেবে না বিজেপি। কারণ চারটি রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। উল্টে বিপুল ভোটে হেরেছে। সেকারণেই বিজেপির গড় উত্তর প্রদেশের বারাণসী থেকে মোদীকে প্রার্থী করাই নিরাপদ বলে মনে করছে বিজেপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest