নিউজ কর্নার ওয়েব ডেস্ক: এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ভারত। ১৬ ও ১৭ জুলাই অর্থাৎ, মঙ্গলবার ও বুধবার হবে সেই চন্দ্রগ্রহণ। অর্থাৎ, ওই সময়ে চাঁদ,সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসার ফলে ঢাকা পড়ে যাবে চাঁদ।
১৬ জুলাই সন্ধে ৭টায় পূর্ব আকাশে দেখা যাবে চাঁদ। ভোর ৬টায় মিলিয়ে যাবে দিনের আলোয়। এই সময়ের মধ্যেই হবে গ্রহণ। চাঁদ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। ভারতে গ্রহণ দেখা যাবে ১৭ জুলাই। এদিন রাত ১টা ৩১ মিনিটে গ্রহণ শুরু হবে। ৪টে ২৯ মিনিটে চাঁদ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আবার ভোর ৫টা ৪৯ মিনিটে বেরিয়ে আসবে অন্ধকার থেকে। গ্রহণে সময় লাগবে মোট ৫ ঘণ্টা ৩৪ মিনিট। এটাই হবে এই বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ। আবার আগামী বছরের জানুয়ারিতে গ্রহণ দেখা যাবে। সুতরাং সেই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আনেকদিন অপেক্ষা করতে হবে।
সল্টলেকের পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (পিএসি) অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন,‘‘এ বার আংশিক চন্দ্রগ্রহণ ভারতের সর্বত্র তো বটেই দেখা যাবে অস্ট্রেলিয়া, উত্তর-পূর্ব অংশটি বাদ দিয়ে গোটা এশিয়া, স্ক্যান্ডিনেভিয়ার উত্তর দিকটিকে বাদ দিয়ে গোটা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বেশির ভাগ অংশেই। গ্রহণ দেখা যাবে কলকাতা-সহ ভারতের সর্বত্রই। শুরু থেকে শেষ পর্যন্ত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চাঁদ ডুবে যাবে বলে আংশিক চন্দ্রগ্রহণের শেষটা শুধু দেখতে পারবেন না অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব প্রান্তের মানুষ।’’
আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। বুধবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ডে চন্দ্রগ্রহণটি শুরু হবে। যা শেষ হবে ভোর ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে। আর সর্বোচ্চ চন্দ্রগ্রহণ ঘটবে রাত ৩টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ডে।
এই বছর গ্রহণ হওয়ার কথা মোট ৫টি। বছরের প্রথম গ্রহণটি হয়েছিল ৬ জানুয়ারি। তা ছিল আংশিক সূর্যগ্রহণ। যা ভারতে দেখা যায়নি। তার পর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল ২১ জানুয়ারি। সেটিও ভারতে দেখা যায়নি। তার পরেরটি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেখা যায়নি ভারতে। চিলি, আর্জেন্টিনা-সহ দক্ষিণ আমেরিকার একটি বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছিল সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মঙ্গলবার বছরের প্রথম ও শেষ আংশিক চন্দ্রগ্রহণটি দেখা যাবে গোটা ভারতেই। এই বছরে হাতে পড়ে রয়েছে আর একটি গ্রহণ। সূর্যের বলয় গ্রাস। যা হবে আগামী ২৬ ডিসেম্বর। সেটিও ভারতে দেখা যাবে। সূর্যের সেই বলয় গ্রাসের পথটাই যাবে দক্ষিণ ভারতের উপর দিয়ে।