বড়মাকে মরণোত্তর ডিলিট নয়,রাজ্যপালের উপস্থিতিতে সিদ্ধান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা : সমাবর্তন অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বিকেলেই কোচবিহারে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কিন্তু যাঁকে সাম্মানিক ডিলিট দেওয়ার কথা ছিল, সেই মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবী প্রয়াত হন মঙ্গলবার রাতে। এই পরিস্থিতিতে সাম্মানিক ডিলিট নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার জানিয়ে দেওয়া হয় বড়মাকে মরণোত্তর ডিলিট দেওয়া হবে না।

জানা গিয়েছে, রাজ্যপালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোর্চ মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড়মাকে মরণোত্তর ডিলিট দেওয়া হবে না। এদিন সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে বড়মার স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। এ বারে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। সেই অনুষ্ঠানেই বড়মাকে ডিলিট সম্মান দেওয়া নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছিল। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বড়মার বরাবর ভাল সম্পর্ক। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বড়মার সঙ্গে দেখা করেন। এরপরেই মতুয়া মন পেতে বড়মাকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু মঙ্গলবার রাতে মৃত্যু হওয়ায় সেই উপাধি বড়মার হাতে তুলে দেওয়া গেল না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest