বাঙালির দুর্গাপুজো নাম লেখাল ইউনেস্কোর বিশ্ব সেরা সংস্কৃতির তালিকায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: দুর্গাপুজো মানে বিরাট উৎসব ৷ দুর্গাপুজো মানেই সারাবছর ধরে বাঙালির চরম অপেক্ষা৷ দুর্গাপুজোর আসল মানেটা বোঝে বাঙালি৷ ধর্ম-বর্ণ, জাত-পাত নির্বিশেষে সবার উৎসব এই দুর্গাপুজো ৷ এ বার আদতেই সকলের উৎসব হয়ে উঠতে চলেছে দুর্গাপুজো ৷ ইউনেস্কোর বিচারে বিশ্বের সংস্কৃতি বিভাগের তালিকায় উঠে এল দুর্গাপুজোর নাম ৷ ২০২০ সালের জন্য তৈরি হচ্ছে এই তালিকা ৷

প্রতি বছরই ইউনেস্কোর তরফে বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্রগুলির উপর নজর দেওয়া হয়৷ ঐতিহ্যের তালিকায় নতুন নতুন সংযোজন হয়৷ সেভাবেই ভারতের বেশ কয়েকটি উৎসব নিয়ে চর্চা হয়েছে ইউনেস্কোর অন্দরে৷ সবকটাকে হারিয়ে বাজিমাত করেছে বাঙালির দুর্গাপুজোই৷ আগামী বছর থেকে ইউনেস্কোর সাংস্কৃতিক ক্ষেত্রের তালিকায় আনুষ্ঠানিকভাবে নতুন নাম হিসেবে সংযোজিত হবে দুর্গাপুজো৷সূত্রের খবর, দুর্গাপুজো নিয়ে চর্চা করতে গিয়ে ইউনেস্কো কর্তারা এর ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ – এই বিষয়টিতেই মজেছেন৷ তাঁদের মতে, একটি উৎসবের মধ্যে এত রকমারি সংস্কৃতির মেলবন্ধন সচরাচর দেখা যায় না৷

প্রতিবছর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বহমান সাংস্কৃতিক ধারাকে হেরিটেজ তকমা দিয়ে থাকে ৷ এই মুহূর্তে ভারতের ১৩টি সাংস্কৃতিক ঐতিহ্য এই তালিকায় রয়েছে ৷ এর মধ্যে ২০১৬ সালে যোগ হয়েছে যোগব্যায়াম, ২০১৭ সালে যুক্ত হয়েছে কুম্ভমেলা ৷ ২০১৯ সালে এই তালিকার জন্য মনোনীত করা হয়েছে ‘সোয়া রিগপা’কে ৷ কিন্তু এই তালিকায় দুর্গাপুজো কেন? অ্যাকাডেমির গবেষণা দলের প্রধান অধ্যাপিকা তপতী গুহঠাকুরতা এ প্রসঙ্গে জানান, ‘‘কলকাতার দুর্গাপুজো শুধু কোনও ধর্মীয় উৎসব নয় ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্পকলাও ৷ আর এখন প্রতিমা বা মণ্ডপ তৈরির মাধ্যমে বহু শিল্পী অভিনব চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলছেন ৷ এটাই কলকাতার দুর্গাপুজোকে বিশেষ করে তুলেছে ৷’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest