Site icon The News Nest

বাঙালির দুর্গাপুজো নাম লেখাল ইউনেস্কোর বিশ্ব সেরা সংস্কৃতির তালিকায়

Durga Puja

কলকাতা: দুর্গাপুজো মানে বিরাট উৎসব ৷ দুর্গাপুজো মানেই সারাবছর ধরে বাঙালির চরম অপেক্ষা৷ দুর্গাপুজোর আসল মানেটা বোঝে বাঙালি৷ ধর্ম-বর্ণ, জাত-পাত নির্বিশেষে সবার উৎসব এই দুর্গাপুজো ৷ এ বার আদতেই সকলের উৎসব হয়ে উঠতে চলেছে দুর্গাপুজো ৷ ইউনেস্কোর বিচারে বিশ্বের সংস্কৃতি বিভাগের তালিকায় উঠে এল দুর্গাপুজোর নাম ৷ ২০২০ সালের জন্য তৈরি হচ্ছে এই তালিকা ৷

প্রতি বছরই ইউনেস্কোর তরফে বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্রগুলির উপর নজর দেওয়া হয়৷ ঐতিহ্যের তালিকায় নতুন নতুন সংযোজন হয়৷ সেভাবেই ভারতের বেশ কয়েকটি উৎসব নিয়ে চর্চা হয়েছে ইউনেস্কোর অন্দরে৷ সবকটাকে হারিয়ে বাজিমাত করেছে বাঙালির দুর্গাপুজোই৷ আগামী বছর থেকে ইউনেস্কোর সাংস্কৃতিক ক্ষেত্রের তালিকায় আনুষ্ঠানিকভাবে নতুন নাম হিসেবে সংযোজিত হবে দুর্গাপুজো৷সূত্রের খবর, দুর্গাপুজো নিয়ে চর্চা করতে গিয়ে ইউনেস্কো কর্তারা এর ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ – এই বিষয়টিতেই মজেছেন৷ তাঁদের মতে, একটি উৎসবের মধ্যে এত রকমারি সংস্কৃতির মেলবন্ধন সচরাচর দেখা যায় না৷

প্রতিবছর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বহমান সাংস্কৃতিক ধারাকে হেরিটেজ তকমা দিয়ে থাকে ৷ এই মুহূর্তে ভারতের ১৩টি সাংস্কৃতিক ঐতিহ্য এই তালিকায় রয়েছে ৷ এর মধ্যে ২০১৬ সালে যোগ হয়েছে যোগব্যায়াম, ২০১৭ সালে যুক্ত হয়েছে কুম্ভমেলা ৷ ২০১৯ সালে এই তালিকার জন্য মনোনীত করা হয়েছে ‘সোয়া রিগপা’কে ৷ কিন্তু এই তালিকায় দুর্গাপুজো কেন? অ্যাকাডেমির গবেষণা দলের প্রধান অধ্যাপিকা তপতী গুহঠাকুরতা এ প্রসঙ্গে জানান, ‘‘কলকাতার দুর্গাপুজো শুধু কোনও ধর্মীয় উৎসব নয় ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্পকলাও ৷ আর এখন প্রতিমা বা মণ্ডপ তৈরির মাধ্যমে বহু শিল্পী অভিনব চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলছেন ৷ এটাই কলকাতার দুর্গাপুজোকে বিশেষ করে তুলেছে ৷’’

Exit mobile version