বিজেপিতে আসতে তৈরি মন্তব্যের জন্য বিপ্লব দেবকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু, ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#ময়না: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যাটা বলেছিলেন ৪০। তার পরে বিজেপি নেতারা সেটা নিয়ে গিয়েছেন একশোয়। তাঁদের দাবি, শতাধিক তৃণমূল বিধায়ক লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিজেপিতে যোগ দেবেন। এক ধাপ এগিয়ে এ বার সেই তালিকায় একটি নামও জুড়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

শুক্রবার ‘অধিকারী গড়’ পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রচারে এসে বিপ্লবের দাবি, ‘‘তৃণমূলের একশোর বেশি এমএলএ তৈরি হয়ে বসে আছে। ২৩ মে ফল প্রকাশের পরে দিদির পিছনে আর এমএলএ-রা থাকবে না। সব মোদীর পিছনে চলে যাবে। তখন দেখবেন আপনাদের শুভেন্দুবাবুও চলে যাবেন।’’

শুভেন্দু অধিকারীর খাস তালুকে এসে তাঁকে নিয়ে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়।
যদিও প্রতিক্রিয়া দিতে একটুও দেরি করেননি শুভেন্দু। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে তাঁকে ‘উন্মাদ’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বিপ্লব দেবকে পাঠিয়েছেন আইনি নোটিস। ২৪ ঘন্টার মধ্যে নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে, বিপ্লব দেবের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিপ্লবকে বিঁধে শুভেন্দু বলেন, ‘‘ওঁদের তো বাতানুকূল জীবন। তাই রোদে প্রচারে এসে মাথা খারাপ হয়ে গিয়েছে। উন্মাদের মতো কথা বলছেন।’’ শুভেন্দুর কটাক্ষ, ‘‘২৩ মে-র পরে ওঁদের নিজেদের লুকোনোর জায়গা দেখতে হবে। বাকিদের কথা ভাবার সময়ই পাবেন না। ওনার ডাক্তার দেখানোর দরকার আছে। ওনার মাথা খারাপ থেকে যখন তখন যা তা ভুল বকছেন। আমি ওনাকে পরামর্শ দেব, উনি কলকাতার কোনও ভালো মেন্টাল ডাক্তার এর কাছে চিকিৎসা করান।’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest