Site icon The News Nest

বিতর্ক থামাতে সিদ্ধান্ত বদল! বিশ্বকাপের ভারতীয় দলে স্ট্যান্ড-বাই ঋষভ-রায়াড়ু

pant

মুম্বই: গত কয়েকমাস ধরে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাচ্ছিলেন এই দু’জন। সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, অনেকেরই আশা ছিল দু’জন না হলেও অন্তত একজনের জায়গা হবেই দলে। কিন্তু বৈশাখের প্রথম দিনে ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর দেখা যায়, দু’জনের কারও জায়গা হয়নি। দল ঘোষণার পর অনেকেই দাবি জানিয়েছিলেন, তাঁদের রাখা উচিত ছিল দলে। অবশেষে বুধবার বিসিসিআই জানিয়ে দিল, ইংল্যান্ডের বিমানে ওঠার সুযোগ আসতে পারে তাঁদের। তবে যদি কেউ আহত হয়ে ছিটকে যান, তবেই। কারণ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হলো ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডুর নাম। স্ট্যান্ডবাই বোলার হিসেবে ঘোষণা করা হয়েছে তরুণ পেসার নবদীপ সাইনির নাম।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এমনটা হয়েছিল। স্কোয়াডের বাইরেও স্ট্যান্ড-বাই ক্রিকেটার রাখা হয়েছিল সেবার। এবার বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের পরও একই ব্যাপার হল। ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আগেই। কিন্তু সেই স্কোয়াড নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। দলের পরিবর্ত কিপার হিসাবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের লড়াইয়ের হবে, এমনটা আন্দাজ করা গিয়েছিল। বাস্তবে হলও তাই। কিন্তু ফর্মে থাকা পন্থকে বাদ দেওয়া হল। অন্যদিকে, বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন অম্বাতি রায়াড়ুও। যার জেরে দল নির্বাচন ঘিরে বিতর্ক তৈরি হয়।গৌতম গম্ভীর থেকে শুরু করে সুনীল গাভাসকর, অনেক প্রাক্তন তারকাই বিশ্বকাপের ভারতীয় দল বাছাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে পন্থের বাদ পড়া ভাল চোখে নেননি সমর্থকরাও। এদিকে, চার নম্বর পজিশনে রায়াড়ুর বদলে বিজয় শঙ্করকে দলে নেওয়া নিয়েও আলোচনা শুরু হয়েছিল। ইতিমধ্যে মজার ছলে নির্বাচকদের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রেখেছিলেন রায়াড়ু। সব মিলিয়ে পরিস্থিতি প্রতিকূলে ছিল। এমন অবস্থায় পন্থ ও রায়াড়ুকে দলে স্ট্যান্ড-বাই হিসাবে নেওয়া হল। জানানো হয়েছে, দলের কেউ চোটের জন্য খেলতে না পারলে পন্থ বা রায়াড়ু সুযোগ পাবেন।

Exit mobile version