ব্যালট ফেরানোর দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ২০ দলের বিরোধী জোট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দ্বিতীয় দফার ভোটের আগেই ব্যালট পেপার ফেরানোর দাবিতে সরব হল বিরোধীরা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। রবিবার দুপুরে দিল্লিতে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে বৈঠক করেন কংগ্রেস, আপ সহ ছয়টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নাইডু বলেছেন, ‘‌আমরা ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছি। জার্মানি, নেদারল্যান্ডস্‌–এর মতো দেশগুলিও ব্যালট প্রক্রিয়ায় ফিরে গিয়েছে।’

সবেমাত্র প্রথম দফার ভোটে ৯১টি কেন্দ্রে নির্বাচন হয়েছে ভারতে। আর এই নির্বাচনের পরেই বিরোধীরা অভিযোগ করেছেন, অনেক জায়গায় ইভিএম মেশিনে কারচুপি হয়েছে। তাঁদের অভিযোগ, নিজেদের স্বার্থে ইভিএম মেশিনে কারচুপি করেছে বিজেপি। এ দিনের বৈঠকে বিরোধীদের নিশানায় প্রথম থেকেই ছিল নির্বাচন কমিশনের ভূমিকা।

এ দিন সাংবাদিকদের সামনে চন্দ্রবাবু আরও অভিযোগ করেন, “আমি আজ পর্যন্ত এইরকমের অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন, অকর্মন্য নির্বাচন কমিশন দেখিনি। আপনারা কি গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে চান। নির্বাচন কমিশন তো বিজেপির ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে।” পুরনো ইভিএম মেশিন ব্যবহার করাকে কেন্দ্র করে তিনি বলেন, “আপনারা প্রতি ছ’মাসে মোবাইল বদলান। কারণ প্রতি মুহূর্তে টেকনোলোজির উন্নতি হয়। কিন্তু বছরের পর বছর ধরে সেই এক ইভিএম মেশিন ব্যবহার করা হয়। কিন্তু এই খাতে আমরা ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ করি। তারপরেও কোনও পরিবর্তন নেই।” কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি দাবি করেন, ‘‘আমাদের স্বচ্ছতার দাবিকে গুরুত্বই দিচ্ছে না কমিশন। তাই সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।’’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই ইভিএম নিয়ে সরব ছিল বিরোধীরা। কলকাতায় ইউনাইটেড ইন্ডিয়া র‌্যালিতে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা ইভিএম-কে ‘চোর মেশিন’ বলে মন্তব্য করেন। এ নিয়ে সরব ছিলেন বিরোধী মহাজোটের অন্য নেতা-নেত্রীরাও। এর মধ্যেই বিরোধীদের করা একটি মামলায় গত সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটি নির্দেশিকায় জানিয়ে দেয়, দেশের সর্বত্র বিধানসভা পিছু ৫টি বুথের ইভিএমের ফলাফল ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখতে হবে। গত সোমবার ইভিএম সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, একটি বিধানসভার পাঁচটি বুথে ভিভিপ্যাট বসাতে হবে। যদিও বিরোধীরা দাবি করেছে, ৫০ শতাংশ বুথেই ভিভিপ্যাট রাখতে হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest