Site icon The News Nest

ভক্তের বাড়ানো হাত এড়িয়ে গেলেন,আইপিএল শুরুর আগেই নেটিজেনদের রোষের মুখে বুমরাহ

bumrah

মুম্বই: সাদা ধবধবে গাড়ি থেকে নেমে এলেন জসপ্রিত বুমরা। পাঞ্জাবি ভদ্রলোক তাঁকে সেলাম ঠুকলেন। তার পর সাদামাটা ভক্তের মতো হাত বাড়িয়ে দিলেন প্রিয় তারকার দিকে।একবার ভারতীয় দলের এক নম্বর পেসারের সঙ্গে একবার করমর্দন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু হাত না মিলিয়েই এগিয়ে যান বুমরাহ। আর এই বিষয়টিই পছন্দ হয়নি ভারচুয়াল জগতের বাসিন্দাদের। অনেকেই তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। বুমরাহকে কটাক্ষ করে লিখেছেন, “একজন বড় ক্রিকেটার হলেই হয় না, সামাজিক শিক্ষাটাও জরুরি।” অনেকে আবার ফ্যান হিসেবে পেসারকে ভাল মানুষ হওয়ার পরামর্শ দিতেও ছাড়েননি।

কাল থেকে শুরু হচ্ছে আইপিএল ২০১৯। তার আগে মুম্বই শিবিরে যোগ দিতে এসেছিলেন বুমরা। আইপিএল মানেই ক্রিকেটকে সুন্দর মোড়কে মুড়ে উপস্থাপনা! সে জন্য বুমরার শিবিরে যোগদান ও ট্রেনি শুরুর মুহূর্তটাকে একটি ঝা চকচক ভিডিওতে সমর্থকদের সামনে তুলে ধরতে চেয়েছিল মুম্বই। কিন্তু সেই ভিডিও বিতর্কের জন্ম দিয়ে গেল। তাও একেবারে শুরুতেই। বুম ইজ ব্যাক- এই ক্যাচলাইনে ভিডিওটি প্রকাশ করে মুম্বই। সেখানেই দেখা যায়, এক সাধারণ অনুরাগী তাঁর দিকে হাত বাড়ালে তা উপেক্ষা করে সোজা হাঁটা লাগান বুমরা।যদিও মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে যিনি ঘটনাটি শুট করছিলেন, সেই ক্যামেরার দিকে তাকিয়ে ‘হাই’ বলতে ভোলেননি জসপ্রীত৷সমর্থকরা এমন আচরণ মোটেও ভাল চোখে দেখছেন না। আর বুমরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে সোশ্যাল মিডিয়াকে মঞ্চ হিসাবে ব্যবহার করেছেন তাঁরা। সবার একটাই প্রশ্ন, সেই সাধারণ অনুরাগীর সঙ্গে করমর্দন করলে কী এমন সমস্যা হত বুমরার!

দেখে নিন সেই ভিডিও-

Exit mobile version