ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ দেখতে হাজির পলাতক ভারতীয় শিল্পপতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#লন্ডন: ক্রিকেট থেকে তিনি দূরে থাকতে পারেন না। তাই হাজারো বাধা সত্ত্বেও তিনি ঠিক বিশ্বকাপের ম্যাচ দেখতে হাজির হয়ে যান। ওভালে বিজয় মালিয়াকে দেখে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। তিনি লুকোচুরি খেলেননি। সোজা পথে মাঠে ঢোকেন। বিজয় মালিয়াকে দেখে এগিয়ে যান বেশ কয়েকজন সাংবাদিক। তবে তিনি কোনও কথা বলতে চাননি। স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় মাল্য বলেন, আমি ম্যাচ দেখতে এখানে এসেছি। সঙ্গে নিজের প্রবেশপত্রটিও দেখান।

ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় ক্যামেরায় ধরা পড়েন মাল্য। সংবাদ সংস্থা এএনআই সেই ভিডিও শেয়ার করে নিজেদের টুইটার হ্যান্ডেলে।কিংফিসার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক, ৬৩ বছরের মাল্য বরাবরই ক্রিকেট-ভক্ত। এক সময় আইপিএলে তাঁর নিজস্ব দলও ছিল। ঋণখেলাপের দায়ে অভিযুক্ত মাল্য বিদেশে পালিয়েছিলেন। ৯,০০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে রায় দিয়েছে যুক্তরাজ্যের আদালত। ভারতের আবেদনে সায় দিয়ে আদালত তাঁকে স্বদেশে পাঠানোর নির্দেশ দিলেও তিনি যে এখন লন্ডনেই রয়েছেন, এ দিন তা ফের একবার প্রমাণিত হল।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest