Site icon The News Nest

ভালো কাজ না করলে অন্যরা সুযোগ পাবে, মোদী-শাহকে মনে করিয়ে দিলেন গড়করি

NITIN

নয়াদিল্লি: লোকসভা ভোট শুরু হচ্ছে ১১ এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির অন্যান্য নেতা যখন চড়া সুরে এনডিএ সরকারের সাফল্যগুলি তুলে ধরছেন, তখন ভিন্ন সুরে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। নাগপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী গড়করি শনিবার মন্তব্য করেন, গত পাঁচ বছরে সরকার কী কাজ করেছে তার ভিত্তিতেই ভোটারদের সিদ্ধান্ত নেওয়া উচিত।

রাজনৈতিক মহলের মতে, সরাসরি কারও নামোল্লেখ না করলেও এই বার্তা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের শীর্ষনেতৃত্বকে দিয়েছেন নাগপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ী।এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গড়করি বলেছেন, ‘‘আমাদের সরকার পরীক্ষার মুখোমখি। গত পাঁচ বছরে পারফরম্যান্সের উপর বিচার করবে মানুষ। মানুষ ভোট দেবেন সরকারের কাজের হিসেব কষে। গত ৫ বছরে শাসক দল কী করল আর কী করতে পারল না, মানুষ সেটাই আগে খতিয়ে দেখবেন। তাঁরা যদি মনে করেন, আমরা কাজ ভাল ভাবে করতে পারিনি, তা হলে তাঁরা সুযোগ দেবেন বিরোধীদের।’’

মোদী এক সাক্ষাৎকারে বলেছেন, এবার বিজেপি ২০১৪ সালের চেয়েও বেশি আসন পাবে। এই পরিস্থিতিতে বেসুরে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন গড়করি।তাঁর বক্তব্য, জাতপাত নয়, স্বজনপোষণও নয়। কাজ, শুধু কাজই পারে যে কোনও ক্ষমতাসীন দলকে ফের ক্ষমতায় ফেরাতে।সেই কাজের নিরিখে নিজের মূল্যায়নেও মুখে কুলুপ এঁটে থাকেননি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। বলেছেন, ‘‘কোনও দিনই জাতপাতের রাজনীতিকে উস্‌কে দিইনি। উৎসাহ দিইনি স্বজনপোষণকেও। আর নিজে কী কাজ করেছি, তা যদি জানতে চান, তা হলে বলব, এখনও পর্যন্ত যা যা করেছি, সেই সবই সিনেমার ট্রেলারের মতো। আসল সিনেমাটা দেখা এখনও বাকি রয়েছে।’’

দিনকয়েক আগে তাঁর ব্লগটা যে সুরে লিখেছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, অনেকটা সেই সুরেই নীতিন বলেছেন, ‘‘মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু তার ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন কোনও সরকারই করতে পারে না। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে বিরোধী বলেই কেউ ব্রাত্য হয়ে পড়তে পারেন না।’’

 

Exit mobile version