Site icon The News Nest

ভাষণে ব্যস্ত নমো, লন্ডনে বুক চিতিয়ে ঘুরছেন নীমো- নয়া স্লোগান কংগ্রেসের

surjewala 759

নয়াদিল্লি : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি দেশে চৌকিদার। কোন দুর্নীতি ও চুরি হতে তিনি দেবেন না। তবে তার এই দাবি যে নিছক রাজনৈতিক তা প্রমাণিত হয়েছে বহুবার। দেশ থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়াটা ট্রেন্ডে পরিণত হয়েছে। ললিত মোদী,বিজয় মালিয়া নীরব মোদী ও মেহুল চোকসির মত ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে চম্পট দিয়েছেন। লন্ডনে আগে থেকেই রয়েছেন বিজয় মালিয়া। মাঝে মাঝেই সরকারি তরফে বলা হয়, খুব শীঘ্রই বিজয় মালিয়াকে ফিরিয়ে আনা হবে। সেই অনুযায়ী খবর প্রচারিত হয়। তারপর ধামাচাপা পড়ে থাকে সেই খবর। এতদিন পর্যন্ত জানাই যাচ্ছিল না পলাতক নীরব মোদী কোথায় রয়েছেন। কিন্তু তিনি যে লন্ডনে ঘাপটি মেরে রয়েছে তা শনিবার স্পষ্ট হয়ে গেল। শুধু লুকিয়ে থাকা নয় রীতিমত ব্যবসা ও ফেঁদে বসেছেন তিনি। সুতরাং নরেন্দ্র মোদি এই চৌকিদারী প্রচার এই নির্বাচনে তাঁকে আশার আলো দিতে পারবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। ইতিমধ্যে রাহুল ব্রিগেড একটি শ্লোগান বানিয়ে ফেলেছে। রাহুল চৌকিদার বললেই বাকিরা একস্বরে বলে ওঠে ‘চোর হ্যায়’। এদিন নীরব মোদীকে লন্ডনের রাস্তায় প্রকাশ্যে দেখা যাওয়ার ফলে ফের একবার চাপে পড়তে হবে মোদি সরকার। কেবল ভাষণ দিয়ে পরিস্থিতি থেকে উতরানো মোদি সরকারের পক্ষে চাপের কারণ হবে এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

এই খবর সামনে আসতেই ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।টুইটারে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ,’লিখেছেন দেশের ২৩ হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। কোন বাধা-নিষেধ ছাড়াই দেশ থেকে পালিয়ে গিয়েছে ওই ব্যক্তি। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছে। লন্ডনে ৭৩ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনে আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। সবকিছুই সম্ভব ছোটা মোদির পক্ষে। যখন তাঁর মোদী ভাই চৌকিদার তখন আর চিন্তা কিসের। মোদি থাকলে সব কিছুই সম্ভব।’

 

 

 

Exit mobile version