Site icon The News Nest

ভিড় নেই ষ্টার ক্যাম্পেনারের জনসভায়, ফাঁকা মাঠেই মমতাকে আক্রমণ অমিত শাহের

Amit Shah Ghata

#ঘাটাল: কথায় আছে ‘ফাঁকা মাঠে গোল দেওয়া’৷ মঙ্গলবার ঘাটালের বিদ্যাসাগর স্কুল ময়দানে ভারতী ঘোষের সমর্থনে করা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভায় জন সমাগম দেখে কটাক্ষের সুরে একথাই বলছেন বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা৷ দলের সর্বভারতীয় সভাপতির জনসভা বলে কথা, তাই প্রচারে কোনও ত্রুটি রাখেনি জেলা বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু তাতেও মাঠ ভরাতে ব্যর্থই হলেন তাঁরা৷ কার্যত ফাঁকা মাঠেই ভারী ভারী শব্দে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অমিত শাহ৷

ঘাটালের মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক ইস্যু তুলে আক্রমণ করলেন তিনি৷ স্পষ্ট জানিয়ে দিলেন আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার দিনই, বাংলায় ২৩-এর বেশি আসন পাবে বিজেপি৷ এদিনের এই প্রচারে একদিকে আক্রমণ করেন অমিত শাহ এবং সেইসঙ্গে ভারতীয় ঘোষকে নিয়ে মুখ্যমন্ত্রীর মাথাব্যথা নিয়েও কটাক্ষ করেন৷ তিনি বলেন, ‘ভারতীয় ঘোষকে একটু বেশিই ভালোবাসেন মমতা, কারণ ভারতীজি মমতা দিদির আইন বিরুদ্ধ অর্ডার নিতে অস্বীকার করেছিলেন, আর তাই আমি যখন এখানে আসছিলাম তখন কিছু সাংবাদিক বললেন ব়্যালি সফল হবে না, আমি বললাম, ২৫ জন উপস্থিত থাকলেও আমি ভারতীজির সমর্থনে প্রচার করব, আর এত সন্ত্রাসের পরও যতজন এখানে উপস্থিত রয়েছেন তাতে স্পষ্ট যে ভারতীজি অনেকের সমর্থন পাবেন এবং জয়ী হবেন৷’

Exit mobile version