Site icon The News Nest

ভোটের সময় গুজরাটের আলুচাষিদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা তুলে নিল পেপসিকো

potato chips

নয়াদিল্লি: ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন রাখল মার্কিন বহুজাতিক সংস্থা পেপসিকো। তাদের জৈব প্রযুক্তিতে বানানো আলুর পেটেন্ট চুরি করার দায়ে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতের ৪ জন আলুচাষির বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিল মার্কিন বহুজাতিক সংস্থা পেপসিকো। জানাল, গোটা বিষয়টি তারা মিটিয়ে নেবে ‘আলাপ-আলোচনা’র মাধ্যমে। পেপসিকো ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, ‘‘ভারত সরকারের সঙ্গে আলোচনার পর ৪ জন আলুচাষি-সহ ৯ জনের বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।’’

তাদের জনপ্রিয় লে’জ পটেটো চিপ্‌সের জন্য পেপসিকো জৈব প্রযুক্তিতে যে বিশেষ ধরনের আলু বানিয়েছিল, তার নাম- ‘এফসি-৫ পটেটো’। বিশেষ ধরনের জৈব প্রযুক্তিতে বানানো পেপসিকোর এই ‘এফসি-৫’ আলুর বিশেষত্ব এটাই যে, তা দিয়ে খুব সহজে খুব সামান্য জলীয় বাষ্প দিয়ে পটেটো চিপ্‌সের মতো নানা ধরনের স্ন্যাক্স বানানো সম্ভব।পেপসিকোর তরফে গত এপ্রিলে আমদাবাদের একটি আদালতে অভিযোগ করা হয়, স্থানীয় ৪ জন আলুচাষি এবং ৫ জন আলু উৎপাদক বহুজাতিক সংস্থাটির পেটেন্ট চুরি করে প্রচুর পরিমাণে ‘এফসি-৫’ আলু ফলাচ্ছেন। এতে পেপসিকোর ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। পেটেন্ট চুরির অভিযোগে ৪ জন আলুচাষি এবং ৫ জন আলু উৎপাদকের বিরুদ্ধে এপ্রিলে মামলা দায়ের করেছিল পেপসিকো। পেপসিকোর তরফে চাষি-পিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়।বিষয়টি নিয়ে মিটমাটের জন্য কৃষকদের শর্তও দেয় সংস্থা। শর্ত অনুযায়ী, এফসি-৫ প্রজাতির চাষ করা আলু তাদের বিক্রি করতে হবে অথবা ওই আলু চাষ একেবারে বন্ধ করতে হবে।

দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠে।অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি ওঠে।এর পরই সংস্থাটিকে বৈঠকে ডাকে সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনো শর্ত ছাড়াই চার চাষির বিরুদ্ধে মামলা তুলে নেবে পেপসিকো।

 

Exit mobile version