ভোটের ৪৮ ঘণ্টা আগে অপসারিত কোচবিহারের পুলিশ সুপার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোচবিহার: বিরোধীদের অভিযোগের মান্যতা দিয়ে বড়ো সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটের এক দিন আগেই কোচবিহারের পুলিশ সুপারপদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত কুমার সিংহ।

এই মুহূর্তে আইবির বিশেষ সুপারিন্টেনডেন্ট অমিত কুমার সিংহ। সোমবার বিকেল ৫টার মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, অভিষেক গুপ্তার নামে কিছুদিন আগেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি। কোচবিহারে পুলিশ সুপারকে নিয়ে বিতর্ক তৈরি হয় নরেন্দ্র মোদীর সভার অনুমতি ঘিরে। শহরের রাসমেলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগের দিন ছিল প্রধানমন্ত্রীর সমাবেশ। দুই মঞ্চ নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত মোদীর সমাবেশ অনুমতি পেলেও কোচবিহার শহরে রীতিমতো উত্তেজনা তৈরি হয় ওই সংঘাত ঘিরে। এর পরে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকেই মুকুল রায় বলেন, “এই সভার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে কোচবিহার জেলার রিটার্নিং অফিসার কৌশিক সাহা ও পুলিশ সুপার অভিষেক গুপ্তা যে নোংরামি করলেন তা মনে রাখুন।” তারপরেই পুলিশ সুপারের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিয়ে মুকুলবাবু বলেন, “আমিও ১০ বছর রাজনীতিতে থাকবো। আপনি কত বড় পুলিশ সুপার তা আমি দেখে নেব।” এখানেই না থেমে নির্বাচন কমিশনের কাছে অভিষেক গুপ্তার নামে শাসকদলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন মুকুল রায়। সেই অভিযোগের পরে এদিন অভিষেক গুপ্তাকে সরিয়ে দিল কমিশন। ইতিমধ্যেই রাজ্যকে সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে কমিশন।

এ দিনের নির্দেশে কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভোটের কোনো কাজই অভিষেক গুপ্তা করতে পারবেন না।কোচবিহার এবং আলিপুরদুয়ারের সব নেতা-মন্ত্রীদের ওপরেই নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, এ দিন সন্ধ্যা থেকেই ভারত-ভুটান সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest