মদনকে চ্যালেঞ্জ জানাতে ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন-পুত্র পবন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে মদন মিত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন অর্জুন সিংয়ের ছেলে পবন কুমার সিং। শনিবার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে পবন কুমার সিংয়ের নাম ঘোষণা করল বিজেপি। আগামী ১৯ মে ওই কেন্দ্রে ভোটগ্রহণ। এই কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

ক’দিন আগেই বীরভূমের সিউড়ির সভা থেকে আচমকাই ভাটপাড়া উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন দলে থাকলেও তৃণমূলে সেভাবে কোনও গুরুত্বপূর্ণ পদে দেখা যায়নি মদন মিত্রকে। ভাটপাড়ায় মদনকে প্রার্থী করা নিয়ে মমতার সিদ্ধান্ত অত্যন্ত ‘কৌশলী’ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ওই কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অর্জুন গড়ে জোড়াফুল ফোটাতে দলের পুরনো বিশ্বস্ত সৈনিক মদনের উপরেই ভরসা রেখেছেন তৃণমূলনেত্রী।

মদন মিত্রের নাম ঘোষণার পর থেকেই জল্পনা ছড়ায় যে, ওই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়বেন অর্জুনের ছেলে। সেই জল্পনাই এদিন সত্যি হল। অর্জুন সিংয়ের ছেলেকে মদন মিত্রের প্রতিদ্বন্দ্বী করে বিজেপি নয়া চাল চালল বলেই মনে করছে বঙ্গ রাজনীতি।ভাটপাড়া অর্জুন সিংয়ের খাসতালুক। সেখানে ভোট মানে প্রেস্টিজিয়াস ফাইট অর্জুনের কাছে। যদিও বারাকপুর লোকসভা আসনের এই বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, বিজেপি যাকেই প্রার্থী ঘোষণা করুক না কেন তাঁকে জেতানোর দায়িত্ব তাঁর। সেই অর্জুনের উপরে ভরসা রেখেই তাঁর ছেলে পবনকে প্রার্থী করল বিজেপি। ফলে লোকসভা নির্বাচনের মধ্যেই এবার ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মত রাজনৈতিকমহলের।

অন্যদিকে, ভাটপাড়ার পাশাপাশি দার্জিলিং, ইসালমপুর, হবিবপুর, কান্দি, নওদাতেও প্রার্থী ঘোষণা করল বিজেপি। দার্জিলিঙে বিজেপি প্রার্থী হচ্ছেন নীরজ তামাং জিম্বা। ইসলামপুরের বিজেপি প্রার্থী হচ্ছেন সোম্যরূপ মণ্ডল, হবিবপুরে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু, কান্দিতে প্রার্থী সনৎ মণ্ডল, নওদায় বিজেপি প্রার্থী অনুপম মণ্ডল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest