‘জয় শ্রীরাম’ শুনে গাড়ি থেকে নেমে যুবকদের ধাওয়া করলেন মুখ্যমন্ত্রী, ক্ষুব্ধ আরএসএস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘাটাল: মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন বেশ কয়েকজন যুবক৷ তা শুনেই গাড়ি থেকে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি বেগতিক দেখেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ রাজবল্লভপুরের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

চন্দ্রকোনায় পদযাত্রা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার খড়্গপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে সাদা স্করপিওতে চেপে কনভয় নিয়ে যাচ্ছিলেন তিনি। মাঝপথে রাধাবল্লভপুর গ্রামে যেতেই ওই ঘটনা। মমতা যাবেন শুনে সেখানে ভিড় জমিয়েছিলেন অনেকে। হঠাৎই কনভয় লক্ষ্য করে উড়ে এল ‘জয় শ্রীরাম’ স্লোগান। শোনা মাত্রই থেমে যায় মমতার গাড়ি। সামনের দরজা খুলে সটান রাস্তায় নেমে আসেন মমতা। তাঁকে দেখা মাত্রই ভিড় থেকে ছুট দেন কয়েক জন। তাদের উদ্দেশে চেঁচিয়ে মমতা বলেন, ‘‘পালাচ্ছিস কেন? আয়…সব হরিদাস কোথাকার!’’

২১ সেকেন্ডের এই ভিডিওটি শনিবার ভাইরাল হয়ে গিয়েছে৷ বিজেপির নেতারা নিজেদের স্যোশাল মিডিয়া পেজে ওই ভিডিও শেয়ার করেন৷ লিখে দেন নানান মন্তব্য৷ ফেসবুক এবং হোয়াটস্ অ্যাপের মাধ্যমে আম জনতার কাছে পৌছে যায় ওই ভিডিও৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গ শাখার তরফ থেকে এক মুখপাত্র সাফ জানান, এই কাজ একজন মুখ্যমন্ত্রী করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা যায় না৷ উনি কেনও কাজই ঠিক করে করে উঠতে পারছেন না৷ তাই হতাশা বহিঃপ্রকাশ ঘটেছে৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপির সংগঠন বেশ শক্ত তা পঞ্চায়েত নির্বাচনের পরই বোঝা গিয়েছিল৷ এই জেলাতেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের পৈত্রিক বাড়ি৷ এই জেলা থেকেই তিনি বিধায়ক হয়েছেন৷ জঙ্গলমহলের বিজেপির শক্ত অবস্থানের খবর রাখেন মমতাও৷ তিনি ইতিমধ্যেই কিছু নেতৃত্বের পরিবর্তন করেছেন৷

এক বিজেপি নেতার বক্তব্য, ‘‘সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশে এমন কাজ করার সাহস পাচ্ছেন৷ এই থেকে অনুমান করা কঠিন নয় যে মানুষের মনে অসন্তোষ রয়েছে৷ সুযোগ পেলেই সেই অসন্তোষ বাইরে বেরিয়ে পড়ছে৷ মানুষ শাসকদলের নেতাদের এখন ভয় পাচ্ছে না৷ ’’ যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest